হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে দাউদকান্দিতে বহুমুখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

আপলোড সময় : ১৬-১১-২০২৪ ০৪:৩২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৪ ০৪:৪১:৪৩ অপরাহ্ন
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে এইচআরআরএস টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের বহুমুখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল এন্ড কলেজে এই প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ূম সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বরকোটা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন, সাংবাদিক শরীফ প্রধান, অ্যাডভোকেট রাসেল রাফী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী আমিনুল ইসলাম আহাদ। অনুষ্ঠানে প্রায় ৭০ জন ছাত্র-ছাত্রী ও যুবক-যুবতী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের যুবসমাজের আত্মনির্ভরশীল ও দক্ষ কর্মী হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এই প্রকল্প কর্মসংস্থানের নতুন পথ উন্মোচন করবে বলে আশাকরি। এই উদ্যোগ সমাজের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে এবং যুবসমাজ এই প্রশিক্ষণ গ্রহণ করে দেশের সেবায় নিজেদেরকে প্রস্তুত করবে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com