দাউদকান্দিতে জামায়াতে ইসলামীর উদ্যােগে ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১০-১০-২০২৪ ০৯:০৫:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১০-২০২৪ ০৯:১০:৩৭ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যােগে দাউদকান্দিতে সকল ইসলামিক দলের সমন্বয়ে ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৪) সকালে উপজেলা মডেল মসজিদ ইসামীক সংস্কৃতি কেন্দ্রের হলরোমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দাউদকান্দি উপজেলা জামায়াতের সাবেক আমির, মাওলানা খন্দকার আবুল বাশার ৷

জামায়াত দাউদকান্দি উপজেলা আমির মনিরুজ্জামান বাহলুল'র সভাপতিত্বে, সেক্রেটারী মনিরুজ্জামান ও বিল্লাল মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পঞ্চিম জেলার সভাপতি মাও. আবু ইউসুফ মুন্সী

ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চিম জেলা সভাপতি মাও.বশির আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি, মাওলান মোশাররফ হোসেন, দাউদকান্দি পৌরসভা আমির মাওলানা আবুল কাসেম প্রধানীয়া উপজেলা নায়েবে আমীর শরীফ মোহাম্মদ রোকনউদ্দীনসহ বিভিন্ন দলের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ ৷

আলোচনায় একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বির্ণিমানে সকল ইসলামীদল সমূহ ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ৷

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com