আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে স্মাট আরর্লি লার্নিং অনুষ্ঠানের উদ্বোধন

আপলোড সময় : ০১-১০-২০২৪ ০২:০৪:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৪ ০২:০৬:৩০ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে অবস্থিত "আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে স্মাট আরর্লি লার্নিং অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের বাংলা বিভাগের হলরোমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ডিজি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ আসাদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের অধ্যাপক ড. বিজয় লাল বসু, রোজ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী এসএম সফি কামাল।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের পরিচালক নজরুল ইসলাম সরকার ও সমাপনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক গোলাম মোস্তফা। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলো।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com