দিনে সাংগঠনিক কাজ আর রাতে জায়নামাজে চোখের পানি ফেলতে হবে: শিবির সভাপতি

আপলোড সময় : ২৭-০৯-২০২৪ ০৫:২৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৯-২০২৪ ০৫:২৬:৩০ অপরাহ্ন
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, যৌক্তিক সংস্কার চাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের জোরালো আবেদন ফ্যাসিস্ট সরকার প্রণীত শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে নতুন শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগর শিক্ষাপল্লিতে সাথী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এসময় শিবির সভাপতি বলেন, ছাত্রশিবিরের সাথী ভাইদের দিনে সাংগঠনিক কাজ করার পাশাপাশি গভীর রাতে জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর সাহায্য চাইতে হবে।

এ ছাড়াও ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে পড়াশোনার পাশাপাশি সুন্দর রাষ্ট্র গঠনে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।  কুষ্টিয়ার শহর শিবিরের সভাপতি হাফেজ সেলিম রেজার সভাপতিত্বে সম্মেলনে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো. সুহাইল, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com