ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুবফোরাম'র কমিটিতে আনন্দ-সভাপতি, মেহেদী- সম্পাদক

আপলোড সময় : ২৫-০৯-২০২৪ ০৯:০১:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৪ ০৯:০২:২৮ পূর্বাহ্ন
"ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুব ফোরাম এর ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আনোয়ার হোসেন আনন্দকে সভাপতি, কে এম মাহবুব আলম সিনিয়র সহ সভাপতি, মো: মেহেদী হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক, সাদ্দাম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ও মাহবুব হোসেন নিজামকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

গেল ২৪ সেপ্টেম্বর রাতে অত্র কমিটির অনুমোদন করেন দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মিয়া মো: মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, সিনিয়র সহ সভাপতি ডা. মো: শাহিদুল হাসান (বাবুল) ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক সফর তালুকদার।

উল্লেখ্য, উক্ত কমিটিকে ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com