চৌদ্দগ্রামে অসুস্থ রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান | প্রধান খবর

আপলোড সময় : ১২-০৯-২০২৪ ১০:৪২:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৯-২০২৪ ১০:৪৮:০৭ পূর্বাহ্ন
মো. মিজানুর রহমান মিনু:
কুমিল্লার চৌদ্দগ্রামে স্মরণকালের ভয়াবহ বন্যার পর পানি নামতে শুরু করলেও চর্ম,ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ছে; তাতে নতুন করে ভোগান্তির মধ্যে পড়ছে বন্যা কবিলত এলাকার মানুষ।

এমন পরিস্থিতির খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে বন্যাদুর্গত চৌদ্দগ্রামের অসুস্থ রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি ডাঃ গোলাম কাদের চৌধুরী (নোবেল) এর সার্বিক সহযোগিতায় ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজনে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার গোলাম কিবরিয়া ও বিএনপি কম্বোডিয়া শাখার সদস্য সচিব মো শাহিন রেজার তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com