দাউদকান্দি পৌরসদর বাজার হতে টুলপ্লাজা সড়কের পাশে দোনারচর গ্রামে দীর্ঘদিনের ময়লার স্তুপ পরিস্কার কার্যক্রম শুরু হয়েছে। আজ (১০ সেপ্টেম্বর ২৪) মঙ্গলবার সকাল থেকে এই ময়লা পরিস্কার কার্যক্রম শুর হয়।
জানা যায়, সড়কের পাশে ময়লার স্তুপের ফলে ওই গ্রামের পরিবেশ দূষণসহ নানান রোগ জীবাণু ছড়াচ্ছে সেখান থেকে। এদিকে বিদঘুটে দুগর্ন্ধে সড়কে চলাচলরত সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে প্রতিনিয়ত।
পৌরসদরের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. বিল্লাল হোসেন খন্দকার সুমন ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সালাহউদ্দিন সরকারের উদ্যোগে এই ময়লারস্তুপ পরিস্কার কার্যক্রম শুরু হয়েছে। তারা বলেন, টুলপ্লাজা হতে বাজার সড়কের পাশে দোনারচর গ্রামের এই ময়লারস্তুপ গ্রামবাসী ও পথচারীদের জন্য দুর্ভোগের কারন।
এখান থেকে ময়লা আবর্জনা ও জীবাণু চারিদিকে ছড়িয়ে পড়ছে। যা মানবজীবন ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আমাদের ব্যক্তিগত উদ্যোগে ময়লা অপসারন কার্যক্রম শুরু করেছি। পৌরবাসীর মানবিক যে কোন কাজে আমরা পাশে থাকবো সবসময়।
পিকে/এসপি
জানা যায়, সড়কের পাশে ময়লার স্তুপের ফলে ওই গ্রামের পরিবেশ দূষণসহ নানান রোগ জীবাণু ছড়াচ্ছে সেখান থেকে। এদিকে বিদঘুটে দুগর্ন্ধে সড়কে চলাচলরত সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে প্রতিনিয়ত।
পৌরসদরের ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. বিল্লাল হোসেন খন্দকার সুমন ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সালাহউদ্দিন সরকারের উদ্যোগে এই ময়লারস্তুপ পরিস্কার কার্যক্রম শুরু হয়েছে। তারা বলেন, টুলপ্লাজা হতে বাজার সড়কের পাশে দোনারচর গ্রামের এই ময়লারস্তুপ গ্রামবাসী ও পথচারীদের জন্য দুর্ভোগের কারন।
এখান থেকে ময়লা আবর্জনা ও জীবাণু চারিদিকে ছড়িয়ে পড়ছে। যা মানবজীবন ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আমাদের ব্যক্তিগত উদ্যোগে ময়লা অপসারন কার্যক্রম শুরু করেছি। পৌরবাসীর মানবিক যে কোন কাজে আমরা পাশে থাকবো সবসময়।
পিকে/এসপি