কুমিল্লায় বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও বন্যার্তদের ফ্রি চিকিৎসা দিচ্ছে ইস্টার্ন মেডিকেল কলেজ

আপলোড সময় : ০৫-০৯-২০২৪ ১০:৫৯:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৪ ১১:১২:৪৬ পূর্বাহ্ন
"সম্প্রতী দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কুমিল্লায় আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বন্যার্তদের বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা পরিচালনা করে আসছে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। জানাগেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কাবিলায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল।

বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে আহতদেরক ফ্রি চিকিৎসা দিয়ে আসছে হাসপাতালটি। এখনো তা অব্যাহত রয়েছে। এদিকে ভারত থেকে নেমে আসা পানিতে বন্যা কবলতি কুমিল্লা-বি-ভাড়িয়া, ফেনী ও লক্ষীপুর জেলার বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ ম্যাডিকেল টিম ও ঔষধ পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

বন্যাকবলিত গর্ভবতী মায়েদের চিকিৎসার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল এ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ১০টি গাইনী টিম কাজ করছে। এবং গেল ২২ আগস্ট থেকে এই পর্যন্ত বন্যার্তদের বিনামূল্যে ঔষধ সহ চিকিৎসা সেবা দিচ্ছে হাসপাতালটির দুটি মেডিকেল টিম।

ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ড. শাহ মোহাম্মদ সেলিম বলেন, ইস্টার্ন মেডিকেল কলেজ একটি মানবিক প্রতিষ্ঠান। আমরা দেশের যে কোন দুর্যোগ ও দু:সময়ে পাশে থেকেছি।

সেই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধি আন্দোলনে আহতদেরকে আমরা ফ্রি চিকিসা দিচ্ছি এবং বন্যার্তদের খাদ্যসামগ্রী থেকে শুরু করে ফ্রি চিকিৎসাসহ ঔষধ দিচ্ছি। আজ আমাদের মেডিকেল টিম যাচ্ছে লক্ষীপুর জেলায়। সেখানেো ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হবে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com