জাসাস দাউদকান্দি পৌর শাখার কমিটি অনুমোদন মোল্লা সোহেল-আহ্বায়ক, মধু সরকার- সচীব

আপলোড সময় : ০৩-০৯-২০২৪ ০১:৫২:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৯-২০২৪ ০১:৫৩:৫৯ অপরাহ্ন
"বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) দাউদকান্দি পৌর শাখার২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে মোল্লা সোহেল আহ্বায়ক ও মধু সরকারকে সদস্য সচীব করা হয়।

সোমবার রাতে কমিটির লিখিত অনুমোদন দেন জাসাস কুমিল্লা উত্তর জেলা শাখার আহ্বায়ক কামাল পারভেজ ডালিম ও সদস্য সচীব এসএম মিজান।

কমিটির যুগ্ম-আহ্বায়করা হলেন, মোঃ আনোয়ার ভূঁইয়া, মোঃ আবুল বাশার, মোঃ পিন্টু সরকার, মোঃ আল-আমিন, মোঃ খোকন, মোঃ শরীফ হোসেন, মোঃ রুবেল ও মোঃ আরমান, মোঃ মেহেদী হাসান।

সদস্যরা হলেন, মোঃ আক্তার হোসেন, মোঃ হাসান, হৃদয় সাহা, মোঃ বাবু মীর, মোঃ ইসমাইল, মোঃ ইমরান গাজী, মোঃ সোহেল সরকার, মোঃ রাজু ভূঁইয়া, মোঃ সেলিম হোসেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com