বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদকান্দির মারুকা ইউনিয়ন শাখার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ০২:০৭:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ০২:১১:৪৩ অপরাহ্ন
"ভারত থেকে নেমে আসা পানির ঢলে বন্যায় বিপর্যস্ত কুমিল্লা, ফেনী, বি-বাড়িয়া,লক্ষীপুরসহ বেশ কটি জেলা। ঘরবাড়ি ছাড়া লাখ লাখ মানুষ। বিশুদ্ধ পানি, খাবার ও বস্ত্রাদির দুর্ভোগে ভুগছে বানভাসি। সেই সাথে পানিবাহী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ নানান বয়সের মানুষ।

বন্যাকবলিত এসকল অসহায় মানুষের জন্য কাজ করছে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এরই ধারাবাহিকতায় "বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়ন শাখার উদ্যোগে

আজ (২৭ আগস্ট ২০২৪) ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের ২শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলো, শ্রমিক কল্যান ফেডারেশন কুমিল্লা পশ্চিম শাখার সেক্রেটারী মাওলানা মোশাররফ হোসেন,

জামায়াতনেতা রোটারিয়ান ইসমাইল হোসেন তালুকদার, দাউদকান্দি উপজেলা ছাত্রশিবির সভাপতি আফিফ, জামায়াতনেতা আতিকুর রহমান (সুমন তালুকদার।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com