কুমিল্লায় বানভাসিদের ফ্রি চিকিৎসা ও ঔষধ দিলো ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল

আপলোড সময় : ২৭-০৮-২০২৪ ০১:০৫:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৪ ০১:০৮:৩৬ পূর্বাহ্ন
"ভারত থেকে নেমে আসা পানির ঢলে বন্যায় বিপর্যস্ত কুমিল্লার বুড়িচংসহ বেশ কটি উপজেলা। ঘরবাড়ি ছাড়া লাখ লাখ মানুষ। বিশুদ্ধ পানি, খাবার ও বস্ত্রাদির দুর্ভোগে ভুগছে বানভাসি। সেই সাথে পানিবাহী বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ নানান বয়সের মানুষ।

এসকল মানুষকে চিকিৎসা সেবা দিতে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের একদল চিকিৎসক নিরন্তর কাজ করে যাচ্ছে। গেল ২২ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত বুড়িচং উপজেলার বিভিন্নস্থানে তারা এই সেবা কার্যক্রম চালিয়েছে।

ইস্টার্ন মেডিক্যাল কলেজ মেডিকেল টিমটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলের সাথে এই কাজ করে। মেডিকেল কর্তৃপক্ষ জানায়, কুমিল্লার বন্যা কবলিত এলাকা আমাদের ইএমসি ফান্ডের মাধ্যমে চিকিৎসাসেবাসহ ফ্রিঔষধ বিতরন করেছি। আমরা মানবিক কাজ অব্যাহত রাখবো।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com