জনগণের স্বস্তি ফিরিয়ে আনার আহ্বানে কুমিল্লায় সচেতন রাজনৈতিক ফোরাম-এর সভা

আপলোড সময় : ০৮-০৮-২০২৪ ০৯:২৬:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৮-২০২৪ ০৯:৩২:৫৫ অপরাহ্ন
"সচেতন রাজনৈতিক ফোরাম কুমিল্লার' উদ্যোগে আজ সন্ধ্যায় জেলা বাসদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সচেতন রাজনৈতিক ফোরাম এর আহ্বায়ক কমরেড আবদুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ৮০ দশকের ছাত্র নেতা শাহ মোঃ সেলিম, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম এর সমন্বয়ক শেখ আবদুল মান্নান, শিক্ষাবিদ অধ্যক্ষ রফিকুর রহমান

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রতন ভৌমিক প্রনয়, চারন সাংস্কৃতিক কেন্দ্র সংগঠক খায়রুল আলম রায়হান, কৃষক নেতা হুমায়ূন কবির, যুব নেতা বিপ্লব মজুমদার, ছাত্র নেতা রেজাউল করিম মেজবা ও বোরহান উদ্দিন ভূঞা, এড. রাসেল রাফি, শিক্ষক নেতা শান্তি ভূষন দেবনাথ, সাংবাদিক শরীফ প্রধান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুমিল্লা জেলা সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা কুমিল্লার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে আহ্বান জানান। কারন কুমিল্লাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে, তাদের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে শান্তি পূর্ণ সহঅবস্হানের পরিবেশ তৈরির আহ্বান জানান।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com