"প্রকাশিত সংবাদের প্রতিবাদ"

আপলোড সময় : ২৯-০৬-২০২৪ ১১:১৬:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৪ ১১:১৮:৩৩ পূর্বাহ্ন
গত ২৪ জুন সোমবার একটি পত্রিকায় কুমিল্লার দাউদকান্দির রায়পুর এলাকায় সড়কে অবৈধ স্ট্যান্ড, ন্যাপথ্যে চাঁদাবাজি শীর্ষক সংবাদে আমি জালালকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমি পেশায় একজন সফল মৎস ব্যবসায়ী। আমি সিএনজি স্ট্যান্ডের বিষয়ে কিছুই জানিনা। যে পত্রিকার সাংবাদিক আমার নামে এসব লিখছে সে মনে হয় অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলেছে। আমার সাথে এমন কারো সাথেই কথা হয়নি। আমি মাছ বেচাকেনা নিয়ে পড়ে আছি, কিভাবে আবার সিএনজি বিষয় নিয়ে কথা বলব।

আমি নাকি বলেছি পুলিশ টাকা নেয়। আমি পুলিশ স্যারদের নিয়ে এমন অহেতুক কথা কেন বলতে যাব। তাই আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। গনমাধ্যমকে বলব ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া সংবাদ না করার জন্য অনুরোধ রইলো।

নিবেদক
জালাল উদ্দিন 
মৎস ব্যবসায়ী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com