খন্দকার মারুফ'র নেতৃত্বে মরহুম বিএনপি নেতাদের কবর জিয়ারত ও দোয়া মুনাজাত

আপলোড সময় : ২৬-০৬-২০২৪ ০৬:১৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৪ ০৬:১৭:১১ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিন ও উত্তর ইউনিয়নের টামটা,আউটিয়াখোলা ও চারিপাড়া গ্রামের মরহুম বিএনপি নেতাদের কবর জিয়ারত ও দোয়া মুনাজাত করেছেন ড. খন্দকার মারুফ হোসেন ও বিএনপির নেতাকর্মীরা।

আজ (২৬ জুন ২৪) দুপুরে ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, টামটা গ্রামের বাসিন্দা মরহুম নুরুজ্জামান এর কবরে গিয়ে দুয়া মুনাজাত করেন। পরে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের আউটিয়াখোলা ও চারিপাড়া গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হুমায়ূন কবির অরুণ ভূঁইয়া, যুগ্ম আহবায়ক ডা. সেলিম ভূইয়া ও হাজ্বী মতিউর রহমানের কবর জিয়ারত করেন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে মরহুম অরুন ভূঁইয়ার বাড়ীতে বিএনপি চেয়ারম্যান পার্সন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন এর আশু সুস্থতা এবং মরহুম হুমায়ূন কবির অরুণ ভূঁইয়া, ডা. সেলিম ভূইয়া ও হাজ্বী মতিউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি নেতা জসীম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক এমএ লতিফ ভুইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম সরকার,

যুবদলনেতা বোরহান উদ্দিন ভূঁইয়া, রোমান খন্দকার, জাসাসনেতা এসএম মিজান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলনেতা আনোয়ার হোসেন আনন্দ, আসিফ কবির, উপজেলা ছাত্রদলনেতা আব্দুল বাছেদ ও খন্দকার রিমন প্রমূখ।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com