মক্কায় হজ্ব পালনরত আ'লীগ নেতৃবৃন্দের সাথে দাউদকান্দি প্রবাসী ফোরাম'র মতবিনিময়

আপলোড সময় : ২৫-০৬-২০২৪ ০১:০৬:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৬-২০২৪ ০১:১০:২১ অপরাহ্ন
"বাংলাদেশ থেকে সৌদিআরবে পবিত্র হজ্ব পালন করতে যাওয়া আল্লাহর মেহমান হাজ্বীদের সন্মানে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মক্কাস্থ কুমিল্লা দাউদকান্দি প্রবাসী ফোরাম সৌদি আরব এর আয়োজনে গেল (১৯ জুন ২০২৪) রাতে স্থানীয় একটি হোটেল হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

মক্কাস্থ কুমিল্লা দাউদকান্দি প্রবাসী ফোরাম সৌদি আরব এর সভাপতি ও দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের সমাজসেবক মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে ও আশরাফুল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. আব্দুল মান্নান জয়।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার, দাউদকান্দি আওয়ামী সেচ্ছাসেবকলীগ সাবেক আহবায়ক সাইফুল মিয়াজি, কামাইরকান্দি বিল্ডার্স এ স্বত্বাধিকারী সবুজ মিয়াজী ও কাজী রশিদ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলো।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রবাসীদের কথা শোনেন। যে কোন প্রয়োজনে প্রবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। দাউদকান্দিকে উন্নতি দাউদকান্দি গড়ে তুলতে প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং বাংলাদেশসহ মুসলীম উম্মাহর কল্যান ও শান্তির জন্য দোয়া মুনাজাত করেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com