ধর্ষণের অভিযোগে টিকটকার প্রিন্স মামুন দাউদকান্দি থেকে গ্রেফতার | প্রধান খবর

আপলোড সময় : ১১-০৬-২০২৪ ১২:২৬:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৪ ১২:২৬:৩৫ অপরাহ্ন
লায়লা আক্তার ফারহাদের দায়ের করা মামলায় গ্রেপ্তার এড়াতে পালানোর সময় দাউদকান্দি থেকে গ্রেফতার হয়েছেন টিকটকার প্রিন্স মামুন।

সোমবার (১০ জুন) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক। তিনি বলেন, ঢাকা ক্যান্টনমেন্ট পুলিশের পক্ষ থেকে আমাদের রিকুইজিশন দেওয়া হয়েছিল। পরে রাত ১০টার দিকে দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর ঢাকা ক্যান্টনমেন্ট পুলিশের একটি টিম দাউদকান্দি এলে তাদের কাছে প্রিন্স মামুনকে হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে রবিবার (৯ জুন) প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করেন লায়লা আক্তার ফরহাদ৷

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com