"কুমিল্লার শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তার পুরস্কার পেলেন দাউদকান্দির এ্যাসিল্যান্ড জিয়াউর রহমান"

আপলোড সময় : ০৯-০৬-২০২৪ ১২:৫২:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৬-২০২৪ ১২:৫৮:৪৪ অপরাহ্ন
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বার্ষিক কর্ম দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে কুমিল্লার শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তার পুরস্কার পেলেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান।

গেল (৮মে) শনিবার দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার মুসফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার।

মো. জিয়াউর রহমান বলেন, এই পুরস্কার আমাকে আরো বেশি দায়িত্বশীল করবে। দাউদকান্দির জনগণ ও দাউদকান্দি ভূমি অফিসের কর্মচারী কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। সকলের পরিশ্রম ও আন্তরিকতার ফলে দাউদকান্দি উপজেলা তথা আমি এ পুরস্কার পেয়েছি। স্মার্ট ভূমিসেবা প্রদানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এটি আমাকে আরো বেশি অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস করি।    

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com