মালীগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইতালি প্রবাসী ও সমাজ সেবক সোহেল আখন্দ

আপলোড সময় : ২৯-০৫-২০২৪ ০২:৫৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৫-২০২৪ ০২:৫৪:৪০ অপরাহ্ন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাউদকান্দি উপজেলার মালীগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হবেন ইতালি প্রবাসী, সমাজসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠন "মানবিক মালীগাঁও ইউনিয়ন" এর প্রতিষ্ঠাতা মো. সোহেল আহাম্মেদ আখন্দ।

নির্বাচনকে সামনে রেখে তিঁনি সকলের নিকট দোয়াপ্রার্থী। ইউরোপের দেশ ইতালির প্রবাসী সোহেল আখন্দ দীর্ঘদিন যাবত মানুষের কল্যানে কাজ করে আসছে। মানুষের বিপদে যে কোন সময় তাঁকে পাওয়া যায়। এলাকার মসজিদ, মাদ্রাসার উন্নয়নসহ গরীব দু:খিদের সহযোগিতাসহ নানান সামাজিক কাজে অংশগ্রহন করে যাচ্ছে নিরবে।

সামাজিক বিভিন্ন অনুষ্ঠানাদিতে অংশগ্রহণসহ শিক্ষার উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে আসছেন তিঁনি। আগামী নির্বাচনকে সামনে রেখে মালীগাঁও ইউনিয়নের সকলের নিকট দোয়া চেয়েছেন সোহেল আখন্দ।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com