হাজেরা খাতুন সাদকায়ে জারিয়া ফাউন্ডেশনের গরুর গোশত বিতরণ | প্রধান খবর

আপলোড সময় : ৩০-০৩-২০২৪ ০৪:৩৮:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৩-২০২৪ ০৪:৪০:৪১ অপরাহ্ন
কুমিল্লা দাউদকান্দি উপজেলার কলাকোপা গ্রামে,পবিত্র রমজান মাস উপলক্ষে হাজেরা খাতুন সদকায়ে জারিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে গরিব ও হতদরিদ্রদের মাঝে গরুর গোস্ত বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার কলাকোপা গ্রামে এই অনুষ্ঠান কার্যক্রম হয়।

লক্ষ্মীপুর, সুহিলপুর, ,মোবারকপু, কলাকোপা ভিকতলা এবং টামটা গ্রামের দেড় শতাদিক মানুষের মাঝে গরুর গোস্ত বিতরণ করা হয়েছে হাজেরা খাতুন সাদকায়ে জারিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলাল হোসাইন কামাল ভূঁইয়া জানান, গত বছরের নেয় পবিত্র রমজান মাস উপলক্ষে গ্রামের দরিদ্র মানুষকে গরুর গোসত দিয়ে সহযোগিতা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় এবারও গরুর গোসত বিতরণ করা হয়েছে। সারাদিন রোজা রেখে গ্রামের দরিদ্র পরিবারগুলো যাতে শান্তিতে এক-দুই বেলা ছেলে সন্তান নিয়ে গোসল দিয়ে ভাত খেতে পারে সেজন্য এমন উদ্যোগ নিয়েছি হাজেরা খাতুন সদকায়ে জারিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ শরীফ হোসাইন এর সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইলিয়টগঞ্জ রা,বি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ বিশিষ্ট সমাজসেবক ও উক্ত ফাউন্ডেশন এর উপদেষ্টা ,মোঃ মনির হোসেন, ,উক্ত ফাউন্ডেশনের পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিক সিয়াম, সাংবাদিক মোঃ মনির হোসেন

অত্র প্রতিষ্ঠানের সহকারী পরিচালক সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন, সহকারী পরিচালক মঃ কাউছার মিয়া, মোঃ সোহাগ পাটোয়ারী, নেওয়াজ শরিফ লিখন,ইকরামুল কবির সুজন,মাওঃ মোঃ নাসির উদ্দিন, মোঃ ছবির মিয়া, সকলের উপস্থিতিতে গরুর গোসত বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com