বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের আরও ২৯ সীমান্তরক্ষী

আপলোড সময় : ১১-০৩-২০২৪ ১১:১৬:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৪ ১১:১৭:০৩ অপরাহ্ন
বান্দরবানের নাইক্ষ‌্যংছ‌ড়ির জামছ‌ড়ি সীমান্ত দি‌য়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বি‌জি‌পির ২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। সোমবার (১১মার্চ) দুপুরে বি‌জি‌বির জনসং‌যোগ কর্মকর্তা শ‌রীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প থেকে ২৯ জন বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছেন।

বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের আরও ২৯ সীমান্তরক্ষী বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের আরও ২৯ সীমান্তরক্ষী বি‌জি‌বির এক কর্মকর্তা জানান, তা‌দের বর্তমানে নাইক্ষ‌্যংছ‌ড়ির নুরুল আলম কোম্পানির চা বাগানে রাখা হ‌য়ে‌ছে।

সেখান থেকে তাদের নিরস্ত্র করে অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে। উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের জেরে এর আগেও দেশটির সীমান্তরক্ষীসহ বিভিন্ন বাহিনীর চার শতাধিক সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। যদিও তাদেরকে উভয়পক্ষের সমঝোতায় ফেরত পাঠানো হয়েছে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com