মেট্রোপলিটন প্রেস ক্লাবের এজিএম শেষে নতুন কমিটি ঘোষণা

আপলোড সময় : ১৮-০২-২০২৪ ০৮:৪৩:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৪ ০৮:৫২:৪৩ অপরাহ্ন
গণমাধ্যম কর্মীদের ন্যায় সঙ্গত দাবি আদায়ের অন্যতম প্লাটফর্ম মেট্রোপলিটন প্রেস ক্লাব-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৭ ফেব্রুয়ারী, শনিবার সংগঠনের উত্তরার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের এজিএম প্রায় ৫১ দিন বিলম্বে আয়োজন করা হয়।

এজিএম'র শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর মূল আনুষ্ঠানিকতায় উপস্থাপন করা হয় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব। এ সময় সদস্যদের কণ্ঠ ভোটে বেশ কয়েকটি প্রস্তাবনা পাশ হয় এবং ভবিষ্যত কর্মপদ্ধতি নিয়ে উপস্থিত সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এজিএম শেষে উপস্থিত সদস্যরা আগামী এক বছরের জন্য নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সদস্যদের প্রত্যক্ষ ভোটে এইচ.আর হাবিব সভাপতি ও মিজান বিন নূর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

১৭ সদস্য বিশিষ্ট কমিটির অপরাপর সদস্যরা হলেন, সহ-সভাপতি- কে.আর খান মুরাদ; যুগ্ম-সম্পাদক(১)- সেলিম রেজা ও মিজানুর রহমান; সাংগঠনিক সম্পাদক - সেলিম রেজা; সহ-সাংগঠনিক সম্পাদক - আরিফুল ইসলাম রানা; অর্থ সম্পাদক- মিজানুর রহমান;

দপ্তর সম্পাদক - মোহা. আকতারুজ্জামান; ক্রীড়া সম্পাদক- মাসুদুর রহমান; মহিলা বিষয়ক সম্পাদক- নারগিস পারভীন; প্রচার ও প্রকাশনা সম্পাদক- ইজাজুল হক। নির্বাহী সদস্য- আতিকুর রহমান; নাজিম চৌধুরী; মোহা. মহসিন; সৈয়দ মু. হাবিব ও ফাত্ত্বাহ তানভীর রানা।

সকলের উপস্থিতিতে ২০২৪ সনের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন মেট্রোপলিটন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা, সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন এটিএন বাংলার সাবেক বিশেষ প্রতিনিধি আরিফ হোসেন নিশির।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com