"তারেক হাসানের কথায় দেশাত্মবোধক গান"

আপলোড সময় : ৩১-১২-২০২৩ ০৮:০০:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১২-২০২৩ ০৮:০১:১৭ অপরাহ্ন
মুক্তি পেয়েছে দেশাত্মবোধক নতুন গান ‘আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ’। কবি ও গীতিকার তারেক হাসানের কথায় গানটিতে সুর করেছেন ফরহাদ হোসাইন। গেয়েছেন কণ্ঠশিল্পী জেসমিন আক্তার। মিউজিক করেছেন জামিউল হাসান। সার্বিক দিক-নির্দেশনা দিয়েছেন জহুরুল হক জনি।

গানটি টি-মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে। গানটিতে মুক্তিযুদ্ধের স্মৃতির কথা বলা হয়েছে। গানটি উৎসর্গ করা হয়েছে গীতিকার তারেক হাসানের বাবা বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলামকে। তারেক হাসান বলেন, আশা করি গানটি শ্রোতাদের মুগ্ধ করবে।

গানটি নতুন প্রজন্মের কাছে দেশ প্রেমের বার্তা দিবে। কণ্ঠশিল্পী জেসমিন আক্তার বলেন, এমন একটি গানে কন্ঠ দিতে পেরে আমি আনন্দিত। গানের প্রতিটি কথা আমাকে আকৃষ্ট করেছে। আশা করি শ্রোতারা ভালো বলবেন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com