দাউদকান্দি-তিতাসকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে: ইঞ্জিনিয়ার আবদুস সবুর | প্রধান খবর

আপলোড সময় : ২৪-১২-২০২৩ ০৯:২৫:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১২-২০২৩ ০৯:২৭:২২ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে দাউদকান্দি তিতাস উপজেলার জনপদকে সন্ত্রাস, চাদাঁবাজ ও মাদকমুক্ত করে গড়ে তোলা হবে বলে ঘোষনা দিলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে নৌকার মনোনীত প্রার্থী, আ'লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

রোববার সকালে তিতাস উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌকার নির্বাচনী পথসভা ও প্রচারনাকালে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘নির্বাচিত হলে দাউদকান্দি তিতাস থেকে সন্ত্রাস নির্মূল করব। দাউদকান্দি-তিতাস একটি মডেল উপজেলা হবে।

এখানে কোনো চাঁদাবাজি হবে না। কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না। দাউদকান্দি তিতাসে আপনাদের যে সমস্যাগুলো আছে, প্রত্যেকটি সমস্যার সমাধান করা হবে। এসময় উপস্থিত ছিলো, মহসিন ভূঁইয়া, মুন্সী মজিবুর রহমান, সাইফুল আলম মুরাদ প্রমূখ।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com