"স্মাট দাউদকান্দি গড়াই লক্ষ্য: আরাফাতুল আলম"

আপলোড সময় : ১৪-১২-২০২৩ ০৮:২৫:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৩ ০৮:৩২:৫৩ অপরাহ্ন
কুমিল্লার দাউদকান্দি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাতুল আলম" দাউদকান্দিতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, আব্দুল করিম সরকার, রাশেদুল ইসলাম লিপু, মোহাম্মদ আলী শাহিন, কামরুল হক চৌধুরী, শরীফ প্রধান, হোসাইন মোহাম্মদ দিদার, আনিছুর রহমান খান, মাছুম বিন ইদ্রিস।

সভায় উপজেলা সহকারী কমিশনার মো. জিয়াউর রহমান এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দাউদকান্দি সমৃদ্ধ উপজেলা। অনেক উন্নত। এখানে অনেক কিছু ইতিমধ্যে হয়েছে। আমাদের প্রধান লক্ষ্য স্মাট বাংলাদেশের সাথে সাথে "স্মাট দাউদকান্দি উপজেলা গড়ে তোলা। সে লক্ষে আমরা কাজ করবো। এই কাজে সকলের সহযোগিতা প্রয়োজন।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com