১৬ ডিসেম্বর বাজারে আসছে ভিন্নধারার "দৈনিক সবুজ বাংলা"

আপলোড সময় : ১৪-১২-২০২৩ ০৬:১৬:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১২-২০২৩ ০৬:২৭:৩১ অপরাহ্ন
বাংলাদেশ ও বাঙালির মূখপত্র-এই স্লোগানকে সামনে রেখে ১৬ ডিসেম্বর শনিবার নতুন আঙ্গিকে বাজারে আসছে ভিন্নধারা সংবাদপত্র দৈনিক সবুজ বাংলা। পাওয়া যাবে দেশের সকল জেলা উপজেলায়। রাজধানীর মতিঝিলে পত্রিকাটির সম্পাদকীয় ও বার্তা বিভাগ।

সঠিক ও নির্ভুল সংবাদ পাঠকের কাছে দ্রুত পৌছে দিতে ইতিমধ্যে দেশের সকল জেলা উপজেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিনিধি নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। সেপ্টেম্বর মাস থেকে ছাপা হচ্ছে পত্রিকার পরীক্ষামূলক সংখ্যাও।

সিনিয়র সাংবাদিক গাজী মো. শফিকুল হক সম্পাদিত এই পত্রিকাটিতে জাতীয়, আন্তর্জাতিক, শিক্ষা, খেলা, বিনোদন, ব্যবসা-বানিজ্য ছাড়াও গ্রাম-বাংলার প্রত্যন্ত অঞ্চলের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানের কথা তুলে ধরা হবে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে ১৬ ডিসেম্বর পত্রিকাটি বাজারে পাওয়া যাবে।

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com