পেশাদার ফুটবলে রোনালদোর ১২০০তম ম্যাচ

আপলোড সময় : ১০-১২-২০২৩ ০৩:০২:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১২-২০২৩ ০৩:০৪:১৫ অপরাহ্ন
পেশাদার ফুটবলে ১২০০তম ম্যাচটি দারুণভাবে রাঙালেন আল নাসরের পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গত শুক্রবার রাতে অনুষ্ঠিত সৌদি প্রো লিগ ম্যাচে তার দল আল রিয়াদের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে। রোনালদো একটা গোল করেছেন, অন্য এক গোলের রূপকার ছিলেন তিনি।

৩৮ বছর বয়সি রোনালদো দলের হয়ে প্রথম গোল করেন। সাদিও মানের কাছ থেকে বল পেয়ে মাইলফলক ছোঁয়ার ম্যাচে প্রথম গোলের দেখা পান। অবশ্য ম্যাচের প্রথম মিনিটেই একবার প্রতিপক্ষের জালে বল ফেলেছিলেন। কিন্তু তার গোল বাতিল করা হয়।

পেশাদার ক্যারিয়ারে এটা ছিল রোনালদোর ৮৬৮তম গোল। সবচেয়ে বেশি পেশাদার ম্যাচ খেলার রেকর্ডে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটন নেতৃত্ব দিচ্ছেন। তার ম্যাচ খেলার সংখ্যা ১৩৯০। তবে সংখ্যা নিয়ে যথেষ্ঠ বিতর্ক রয়েছে। কোথাও কোথাও তার নামের পাশে ম্যাচের সংখ্যা ১৩৮৭ লেখা।

এ গোলের মাঝ দিয়ে রোনালদো লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন। ১৬ ম্যাচে এটি তার ১৬তম গোল। তাছাড়া গত শুক্রবার আল হিলালের কাছে ০-৩ গোলে হেরেছিল আল নাসর। এই গোলের মাঝ দিয়ে আবার জয়ে ফেরার পথটাও পেয়ে যায় রোনালদোর দল।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লেখেন, ‘আরো তিন পয়েন্ট। যারা আমাকে ১২০০তম ম্যাচ পর্যন্ত আসার ব্যাপারে সহযোগিতা করেছেন সেই সব সতীর্থদের ধন্যবাদ। চমৎকারভাবে আমরা লক্ষ্যের দিকে এগিয়ে চলেছি। তবে আমাদের কাজ এখনো শেষ হয়নি।

প্রথমার্ধের ইনজুরি সময়ে আল নাসর দ্বিতীয় গোল পায়। রোনালদোর সহযোগিতায় গোলটি করেন স্বদেশি ওটাভিও। দ্বিতীয়ার্ধে আল নাসরের ব্রাজিলিয়ান খেলোয়াড় তালিসকা জোড়া গোল করে জয় নিশ্চিত করেন। এ জয়ের ফলে আল নাসর ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ৪৪ পয়েন্ট নিয়ে আল হিলাল শীর্ষে। আর আল রিয়াদ ১৬ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে

পিকে/এসপি

সম্পাদকীয় :

প্রধান সম্পাদক : মোঃ মাকসুদেল হোসেন খান

সম্পাদক : মো. শরীফুল ইসলাম (শরীফ প্রধান)

যোগাযোগ : 01675785122

ই-মেইল : [email protected]

অফিস :

ঢাকা অফিস : হাউজ#৬, রোড#০৩, ব্লক#জে, বারিধারা ঢাকা-১২২৯।

কুমিল্লা অফিস : কদমতলী সুপার মার্কেট (ভূমি অফিস সংলগ্ন), বলদাখাল রোড, দাউদকান্দি পৌর বাজার, দাউদকান্দি, কুমিল্লা।

ওয়েবসাইট : www.prodhankhabor.com