নিরাপদ সড়ক চাই (নিসচা)'র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে র্যালী ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ছাগল প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে র্যালী শেষে দুটি পরিবারের মাঝে ছাগল প্রদান করা হয়।
নিসচা দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক লিটন সরকার বাদলের সভাপতিত্বে সদস্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মহিনুল হাসান।
এসময় দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ( এসও) মোহাম্মদ রাসেল, দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার সুজয় মজুমদার, দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন আহম্মেদ, ক্রীড়া শিক্ষক মো: জসিম উদ্দিন
দাউদকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মেজবাহ উদ্দিন আহম্মেদ, নিসচা সদস্য শাহীন আহমেদ চৌধুরী, শিক্ষার্থী ও স্কাউট সদস্য প্রমূখ উপস্থিত ছিলেন।
পিকে/এসপি
দাউদকান্দিতে নিসচা'র প্রতিষ্ঠা বার্ষিকীতে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ছাগল প্রদান
- আপলোড সময় : ০১-১২-২০২৩ ০৭:১৮:২৫ অপরাহ্ন