শনিবার, ২৪ মে ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২৪ মে ২০২৫ ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় কক্সবাজার হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালের রিজার্ভেশন অফিস উদ্বোধন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন: খন্দকার মোশাররফ মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই গোয়ালমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানকে কারণ দর্শানোর নোটিশ "স্ত্রী থেকে স্বামী কতদিন দূরে থাকতে পারে? অসহায় দুই রোগীকে তারেক রহমানের চিকিৎসা সহায়তা প্রদান গজারিয়ায় ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত দাউদকান্দি থানা ভবনের ছাদ ধসে কনেস্টেবল গুরুতর আহত || ভবন ঝুঁকিপূর্ন ঘোষণায় আতঙ্কিত পুলিশ মাটি খাচ্ছে কোটি টাকার সম্পদ রাজস্ব হারাচ্ছে সরকার দাউদকান্দির কাটারাপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাটোরে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের পাশে দাঁড়ালেন আমরা বিএনপি পরিবার দাউদকান্দি পৌরসভার প্রথম মেয়র মরহুম নাছির উদ্দীন আহমেদের স্মরণ সভা অনুষ্ঠিত দাউদকান্দি আইডিয়াল স্কুলে ক্রীড়া সংস্কৃতির পুরস্কার ও সনদ বিতরণ জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ দাউদকান্দিতে চায়না ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতি প্রায় ২১ লাখ টাকাসহ মালামাল লুট | পিকাপসহ লুন্ঠিত মালামাল উদ্ধার সুস্থ অবস্থার কাজা নামাজ অসুস্থ অবস্থায় পড়া যাবে? ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষিদ্ধ করলো পাকিস্তান পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত সেই দুই তরুণী আটক দাউদকান্দিতে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ

"বানিজ্যিকভাবে বিক্রি হচ্ছে বেলাই বিলের শাপলা"

"বানিজ্যিকভাবে বিক্রি হচ্ছে বেলাই বিলের শাপলা"
গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী বেলাই বিলসহ বিভিন্ন জলাশয়ের শাপলা যাচ্ছে রাজধানী ঢাকায়। বর্ষাকালে বিলের বিস্তীর্ণ ধানী এলাকা পানিতে ডুবে যায়। এই ডুবো জমিতে এ সময় প্রচুর পরিমাণে লাল, সাদা ও হালকা গোলাপী রংয়ের শাপলা ফুল ফুটে।

শাপলা এখন বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে। তাই প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই বিস্তীর্ণ বেলাই বিলে ডিঙি নৌকা নিয়ে শাপলা উঠাতে বেরিয়ে পড়েন স্থানীয় প্রায় শতাধিক পরিবারের সদস্যরা। শাপলার বিক্রির আয়ে চলছে তাদের জীবিকা ও সন্তানের লেখাপড়ার খরচ।

ভরা বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন বেলাই বিলে প্রাকৃতিকভাবেই অসংখ্য শাপলা জন্মে। এই বিলে জেলেরা মাছ শিকারের পাশাপাশি দিনের কয়েক ঘণ্টা শাপলা কুড়িয়ে আয় করছেন অতিরিক্ত টাকা। শাপলা স্থানীয় ভাবে সংগ্রহ করে পাইকাররা রাজধানী ঢাকার বিভিন্ন সবজির বাজারে সরবরাহ করছে।

প্রতিদিন অন্তত মাঝারি সাইজের ৭/৮টি পিকআপ ভ্যানে শাপলা নিয়ে ঢাকায় যাচ্ছে। শাপলা সবজি হিসেবে সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদাও রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কর্মহীন বেকার, কৃষি শ্রমিক ও জেলেরা শাপলা কুড়িয়ে অর্থ উপার্জন করছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বক্তারপুর, জাঙ্গালিয়া, নাগরী, তুমলিয়া ও জামালপুর ইউনিয়নের বিভিন্ন বেলাই বিল এখন বর্ষার পানিতে টইটম্বুর। বিলের বিভিন্ন স্থান থেকে ছোট নৌকা, কোসা, ডিঙ্গিতে করে শাপলা কুড়িয়ে আনা হচ্ছে স্থানীয় সড়কের পাশে। সেখানে পিকআপ নিয়ে অপেক্ষায় থাকা পাইকাররা দরদাম ঠিক করে শাপলার আঁটি গুনে পিকআপে তুলছেন।

বক্তারপুর এলাকার মুরাদ, নুর হোসেন, আমির হোসেন, শাজাহান, দেলোয়ার, বলাই রাম জানান, বিলে এখন পানির গভীরতা প্রায় ৬ থেকে ৮ হাত। বৃষ্টি কম হওয়ায় এ বছর বিলে শাপলার পরিমাণ তুলনামূলক ভাবে কম। পানি বেশী হলে শাপলার উৎপাদনও বেশী হতো। তাই প্রতিদিন ভোরে বিল থেকে শাপলা তুলে বিক্রি করছি।

চার পাঁচটি শাপলা দিয়ে তৈরী এক আটি ৬ টাকা দরে পাইকারদের কাছে বিক্রি করি। এতে একেক জনের প্রতিদিন প্রায় ৬শ থেকে ৮শ টাকা। এ টাকায় সংসারের খরচ মিটিয়ে সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে হচ্ছে। কার্তিক মাস পর্যন্ত বেলাই বিলে শাপলা কুড়াবেন কাজ থাকে।

বক্তারপুর এলাকার শিক্ষক আবুল কালাম খান জানান, যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে এখন শহুরের বাজারে শাপলা সহজলভ্য ও জনপ্রিয় সবজি। সকালে নৌকা থেকে শাপলা সংগ্রহ করে পাইকাররা ঢাকার মোহাম্মদপুর, রায়েরবাজার, কারওয়ান বাজার ও মহাখালী কাঁচা বাজারসহ বিভিন্ন সবজির পাইকারি বাজারে নিয়ে বিক্রি করছেন।

দামে কম ও সুস্বাদু হওয়ায় গ্রামগঞ্জে কিংবা শহরের মানুষের কাছে শাপলা সবজি হিসেবে ব্যাপক জনপ্রিয়। বর্ষায় প্রাকৃতিক ভাবেই শাপলা ফোটে। ঠিক মতো সংগ্রহ করে বাজারজাত করতে পারলে এটি আয়ের ভালো উৎস হতে পারে। শাপলা একটি পুষ্টিগুণ সম্পন্ন সবজি। সাধারণ শাক-সবজির চেয়ে এর পুষ্টিগুণ অনেক বেশি।

শাপলাতে থাকা গ্যালিক এসিড এনজাইম ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে। শাপলা ফুল ইনসুলিনের স্তর স্থিতিশীল রেখে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় ও পিপাসা দূর করে। শাপলায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম, যা আলুর চেয়ে সাত গুণ বেশি।

শাপলা চর্ম ও রক্ত আমাশয়ের জন্য উপকারী। এটি শরীরে কোলেষ্টেরলের মাত্রা কমায়। ডায়াবেটিক রোগীদের জন্যেও শাপলা অত্যন্ত উপকারী। শরীরকে শীতল রাখতে শাপলার জুড়ি মেলা ভার।

পিকে/এসপি
ঢাকায় কক্সবাজার হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালের রিজার্ভেশন অফিস উদ্বোধন

ঢাকায় কক্সবাজার হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালের রিজার্ভেশন অফিস উদ্বোধন