বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ সাফল্যের ধারাবাহিকতায় ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ | প্রধান খবর তাহিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পূজামণ্ডপ পরিদর্শনে তাহিরপুর উপজেলা ছাত্রদল দাউদকান্দিতে জামায়াতে ইসলামীর উদ্যােগে ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত অনুপ্রবেশের দায়ে কুমিল্লার বুড়িচং সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় অনুষ্ঠিত ধোঁকাবাজদের বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না: পীরসাহেব চরমোনাই দাউদকান্দিতে মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় কুমিল্লা উত্তর জেলা জাসাস'র দোয়া মোনাজাত আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে স্মাট আরর্লি লার্নিং অনুষ্ঠানের উদ্বোধন দিনে সাংগঠনিক কাজ আর রাতে জায়নামাজে চোখের পানি ফেলতে হবে: শিবির সভাপতি জামায়াতে ইসলামী দাউদকান্দি পৌর শাখার সুধী সমাবেশ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনায় কুমিল্লায় সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুবফোরাম'র কমিটিতে আনন্দ-সভাপতি, মেহেদী- সম্পাদক আশুলিয়ায় আরও অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র থাকলেই শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবে সপ্তাহে ৭দিন "রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরায়েল! | প্রধান খবর দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন উত্তরজেলা যুবদলনেতা সেলিম খান

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মুঘল আমলের ঝালকাঠির নলছিটি মসজিদ

সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মুঘল আমলের ঝালকাঠির নলছিটি মসজিদ
ঝালকাঠির নলছিটি উপজেলার পৌর শহরের পাঁচ নাম্বর ওয়ার্ডের নলছিটি-বরিশাল সড়ক সংলগ্ন মুঘল সম্রাট শাহ সুজার আমলে নির্মিত মল্লিকপুর জামে মসজিদ নামে সবার পরিচিত। প্রাচীন এই জামে মসজিদ প্রয়োজনীয় সংস্কারের অভাবে সৌন্দর্য হারাতে বসেছে।

স্থানীয়রা জানায়, একটি মিনার বিশিষ্ট এই মসজিদটি সপ্তদশ শতকের মাঝামাঝি সময়কালে নিমার্ন করা হয়েছে বলে ধারণা করা হয়। তবে শাহজাহান বিশ্বাসসহ অধিকাংশ প্রবীণদের মতে, মুঘল সম্রাট শাহ সুজা দক্ষিন বঙ্গের নৌপথে ডাকাতি ঠেকাতে সুগন্ধা নদীর তীরবর্তী বর্তমান নলছিটির মগড় ইউনিয়ন সংলগ্ন এলাকায় একটি দূর্গ গড়ে তোলেন।

স্থানীয় মুসল্লীরা আগমনের খবর পেয়ে তার কাছে একটি মসজিদ নির্মানের জন্য আবেদন করেন। পরে তাদের আবেদন মঞ্জুর করে তিনি এই মসজিদটি নির্মান করে দেন। অসাধারণ নির্মাণশৈলীর এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মুঘল আমলের এক বিস্ময়কর সৃষ্টি।

প্রাচীন এই মসজিদটি নলছিটি উপজেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত। ৩০ ফুট লম্বা এবং ১৭ ফুট চওড়া এই মসজিদটি ১৬৪৮ সালে মুঘল শাসনামলের স্থাপত্যশৈলীর এক চমৎকার নিদর্শন বহন করছে। ইতিহাস ঐহিত্য প্রেমীরা প্রায়ই দেশের দূর দূরান্ত থেকে মসজিদটি দেখতে ভীর করেন।

তবে সঠিক নজরদারী, সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ না থাকায় স্থাপত্যকলা বিনষ্ট হওয়ার পথে। এর ফলে হারিয়ে যেতে বসেছে মসজিদটির ইতিহাস ঐতিহ্য। স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, শাহ সুজা ১৬১৬ সালের ২৩ জুন ভারতের আজমিরে জন্মগ্রহণ করেন।

তিনি মুঘল সম্রাট শাহজাহান এবং তার রানী মমতাজ মহলের দ্বিতীয় পুত্র ও চতুর্থ সন্তান ছিলেন। শাহজাহানের সৎ মা সম্রাজ্ঞী নুর জাহান প্রিন্স শাহ সুজাকে তার জন্মের পর দত্তক দেন। তার উচ্চ পদমর্যাদা, রাজনৈতিক প্রভাব এবং জাহাঙ্গীরের তার প্রতি স্নেহের কারণে তাকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল।

সুজা তার পিতামহ সম্রাট জাহাঙ্গীরের বিশেষ প্রিয় হওয়ায় সম্রাজ্ঞীর জন্যও এটি একটি সম্মানের বিষয় ছিল। শাহ সুজা ১৬৩৯ থেকে ১৬৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। ১৬৪৮ সালে সুগন্ধা নদীর তীরে নলছিটির মল্লিকপুর এলাকায় তার নামে নির্মিত হয় এই শাহ সুজা মসজিদ।

সেই থেকেই মুঘল সম্রাট শাহ সুজার মসজিদ নামে সবার পরিচিত। মসজিদের মুসুল্লি প্রভাষক মেসবাহ উদ্দিন খান রতন বলেন, প্রাচীন নিদর্শন এই মসজিদটি যেকোনো মূল্যে রক্ষা করা উচিত। কয়েকশত বছর আগের মুঘল নির্মানশৈলি এখনো মুগ্ধ করার মতো তবে সংস্কার না করলে হয়তো আর বেশি দিন স্থাপনাটি টিকে থাকতে পারবে না।

জুমার নামাজসহ প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ এখানে স্থানীরা আদায় করেন। মসজিদ কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান মল্লিক বলেন, মুঘল সম্রাট শাহ সুজার আমলে নির্মিত এই মসজিদটি নলছিটি উপজেলার অতীত, ঐতিহ্য ও গৌরব বহন করে।

বাংলাদেশ প্রত্নতত্ব অধিদপ্তরের উদ্যোগে এই মসজিদকে প্রাচীন পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা একান্ত প্রয়োজন। নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান বলেন, মসজিদটি মুঘল আমলে নির্মিত।

আমাদের মুরব্বিরা এই মসজিদে নামাজ পড়তেন, তখন অত্র এলাকায় মসজিদের সংখ্যা ছিল অনেক কম। শাহ সুজার আমলে নির্মিত মসজিদটি সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে। এটি রক্ষা করা প্রয়োজন।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করলে সংস্কারের জন্য সুপারিশ করা যাবে। তবে প্রাচীন নিদর্শনগুলো বাংলাদেশ প্রত্নতত্ব অধিদপ্তর রক্ষণাবেক্ষণ করে থাকে।

পিক/এসপি
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ  বিতরণ

বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ