পার্বত্য দুর্গম এলাকা গুলোতে স্বাস্থ্য সেবা পৌছে দিতে রাঙ্গামাটি জেলা স্বাস্থ্য বিভাগ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের উননয়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ বদ্ধ পরিকর।
রাঙ্গামাটি জেলা পরিষদের হাতে ন্যাস্ত সকল বিভাগের মধ্যে স্বাস্থ্য বিভাগ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিভাগ। এই বিভাগের মাধ্যমে মানুষকে সরাসরি সেবা প্রদান করা যাচ্ছে। তিনি স্বাস্থ্য সেবার মান আরো বৃদ্ধি করে পার্বত্য অঞ্চলের মানুষকে সরকারের সেবা পৌছে দেয়ার প্রতিশ্রæতি প্রদান করেন।
আজ রাঙ্গামাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন 'অক্সিজেন এর আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন কালে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরী এ কথা বলেন।
স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেন এর সভাপতি মোঃ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলায়মান বাদশা, রাঙ্গামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলার জামাল উদ্দিন, বিশিষ্ট চিকিৎসক দেবব্রত চৌধরী অলক, বিশিষ্ট চিকিৎসক ক্যামেলিয়া চাকমা,
রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ নেতা ঝিনুক ত্রিপুরা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শংকর হোড়। চিকিৎসা ক্যাম্পে রাঙ্গামাটি জেলা শহরের প্রায় ৩০০ শতাধিক রোগীকে ৩ জন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বিনামল্যে ঔষধ সরবরাহ করা হয়।
পিকে/এসপি
রাঙ্গামাটিতে স্বেচ্ছাসেবী সংগঠন "অক্সিজেন" এর উদ্যোগে বিনামূল্য চিকিৎসাসেবা ক্যাম্প
- আপলোড সময় : ২৮-০৯-২০২৩ ০৫:১৭:৪৬ অপরাহ্ন