সোমবার, ০৭ জুলাই ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ০৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন করে লড়াইয়ের জন্য তৈরী হতে হবে: ডা: শফিকুর রহমান নেই শৃঙ্খলা প্রতিদিন পথে ঝরেছে ১৫ প্রাণ : সেভ দ্য রোড জমকালো আয়োজনে টপ পারফর্মার অ্যাওয়ার্ড বিতরণ নৈয়াইর ইসলামিয়া ডিগ্রী মাদ্রাসার শিক্ষক কামাল উদ্দীনকে অবসর জনিত বিদায় সংবর্ধনা কুমিল্লা ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের কমিটিতে লিপু সভাপতি, ইমরান সেক্রেটারি কুমিল্লা-২ হোমনা-মেঘনা আসনে যোগ্য প্রার্থী এপিএস আব্দুল মতিন দাউদকান্দি পৌরসভার ৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা ড. মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে দাউদকান্দিতে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ওষুধ বিতরণ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে দাউদকান্দিতে যুব জামায়াতের উদ্যোগে মানববন্ধন দাউদকান্দিতে আলেম ওলামা ও রাজনীতিবিদের সাথে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান দাউদকান্দিতে ধানসিঁড়ি সমাজ কল্যানের উদ্যোগে ময়লার ভাগাড় পরিচ্ছন্নতা অভিযান তারেক রহমান: গণতান্ত্রিক চেতনায় নেতৃত্বের নতুন প্রতীক ডেঙ্গুর হটস্পট দাউদকান্দিতে জামায়াতের উদ্যোগে মশা নিধন কর্মসূচি অনুষ্ঠিত বাগেরহাটের চিতলমারী কলাতলা ইউনিয়ন উন্নয়ন ফোরামের কমিটি গঠন শব্দটা ‘সাংবাদিক’ না ‘রিপোর্টার’? জানতে পড়ুন শিক্ষার মান উন্নয়নে ড.খন্দকার মোশাররফ হোসেনের অবদান স্বরণীয় হয়ে থাকবে : খন্দকার মারুফ দাউদকান্দিতে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত দাউদকান্দিতে বিনামূল্যে চিকিৎসা সেবা, ডেঙ্গু পরিক্ষা ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত দাউদকান্দিতে নিরাপদ খাদ্য সচেতনতায় ব্যবসায়ী ও কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বাবা দিবস উপলক্ষে আউটস্ট্যান্ডিং ফাদার অ্যাওয়ার্ড প্রদান

পঞ্চমবারের মতো ‍‍`শিক্ষা পদক‍‍` পেলেন লালমনিরহাটের মাহবুবুজ্জামান আহমেদ

পঞ্চমবারের মতো ‍‍`শিক্ষা পদক‍‍` পেলেন লালমনিরহাটের  মাহবুবুজ্জামান আহমেদ
লালমনিরহাট (জেলা) প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদের টানা দু'বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে শিক্ষা অধিদপ্তর।

সেখানে প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। শিক্ষা অধিদপ্তর সুত্রে জানা গেছে, ২১টি ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত হয়ছেন।

এর আগেও তিনি চারবার এ পদক পেয়েছেন। জেলার কালীগন্জ উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিনামূল্যে বই, শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী বিতরণ, অভিভাবক সমাবেশ, টিফিন বক্স বিতরণ, মিডডে মিল চালু, শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠানাদী সহ বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানে অংশগ্রহণের মধ্যদিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণকে দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন।

যা শিক্ষার গুনগত মানউন্নয়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। এছাড়াও বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ, সিলিং ফ্যান, করোনা কালীন সময়ে অনলাইন স্কুল চালু করন, অনলাইন স্কুল পরিচালনায় শিক্ষক- শিক্ষিকাদের সহিত মতবিনিময়, শিক্ষক শিক্ষিকাদের অনলাইন স্কুল পরিচালনায় মোবাইল ফোন, ট্রিপট স্টান্ড, বিতরন, শিক্ষার্থীদের জন্য খেলার সামগ্রী বিতরন, প্রতিটি স্কুলে বঙ্গবন্ধু বুক কর্নার, সততা স্টার সহ নানামুখী উদ্যোগ গ্রহনের মধ্যদিয়ে শিক্ষাক্ষেত্রে নিরলস পরিশ্রম করেছেন।

নিজের অনুভূতি প্রকাশ করে চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, আমাকে পন্চমবারের মত জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করায় দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চির কৃতজ্ঞ। সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা কার্যক্রম।
এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্ততরের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি আরো বলেন, কালীগঞ্জ উপজেলাবাসীর ভালবাসা আর সহযোগিতার ফল আমার এই অর্জন। আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই। কালীগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়তে চাই। এদিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধকল্পে বিদ্যালয় পরিদর্শন, বিদ্যালয় পরিচালনা কমিটির এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, বিদ্যালয়ে প্রয়োজনীয় বেঞ্চ সরবরাহ, বিদ্যুতের ব্যবস্থা করা এবং সীমানা প্রাচীর নির্মাণ, অবকাঠামো নির্মান, টয়লেট স্থাপন, ডিজিটাল হাজিরা সহ নানাবিধ প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন এবং তা’ একের পর এক বাস্তবায়ন করে চলেছেন চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।

এরফলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে আসার পাশাপাশি শিক্ষাথীরা বিদ্যালয়মুখি হয়েছে। এছাড়াও নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখায় মাহবুবুজ্জামান আহমেদ কে এই পদকে ভূষিত করা হয়। কালীগঞ্জ উপজেলায় সামাজিক কাজের পাশাপাশি তিনি, মানবিক, সাংস্কৃতিক, খেলাধুলাসহ বাল্য বিবাহ, মাদক, জুয়া, নারী নির্যাতনের প্রতিরোধে তার ভুমিকা প্রশংসনীয়।

এছাড়াও তিনি তার উপজেলা পরিষদ থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও বাই-সাইকেল প্রদান সহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের সহায়তা করে আসছে।

পিকে/এসপি
নতুন করে লড়াইয়ের জন্য তৈরী হতে হবে: ডা: শফিকুর রহমান

নতুন করে লড়াইয়ের জন্য তৈরী হতে হবে: ডা: শফিকুর রহমান