অভিনব কায়দায় পাচারের সময় বাদাম ভর্তি একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এসময় সজল নামের একজন আটক আটক রংপুর র্যাব-১৩ এর একটি টহল দল। পরে তাকে কোর্টে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তার জামিন না মন্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
রংপুর র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর রাতে জেলার আদিতমারী উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় লালমনিরহাট -বুড়িমারী মহাসড়কে র্যাবের একটি টহল দল অবস্থান নেয়।
তারা ওই সড়ক ধরে আসা-যাওয়ার বিভিন্ন পন্য ও যাত্রীবাহী পরিবহনে পর্যায়ক্রমে তল্লাশী চালায়।এঅবস্থায় একটি বাদামের বস্তা ভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ১হাজার ১ শত ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার ও জড়িত থাকার অভিযোগে সজল(৩৫)নামের একজনকে আটক করে।
সজল লালমনিরহাটের কালীগন্জ উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম গ্রামের নজরুল ইসলামের ছেলে। এঘটনায় সংশিলিষ্ঠ ধারায় একটি মামলা দায়ের করে আটক সজলকে গ্রেফতার দেখিয়ে সোপর্দ করা আদিতমারী থানায়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানায় ২১ সেপ্টেম্বর সজলকে কোর্টে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তার জামিন না মন্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পিকে/এসপি
র্যাবের অভিযান বাদাম ভর্তি ট্রাক থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ আটক এক
- আপলোড সময় : ২২-০৯-২০২৩ ১১:৫৫:১১ পূর্বাহ্ন