দেশের সর্বপ্রথম পার্বত্য অঞ্চল বান্দরবানের কলা তত্ত্ব থেকে তৈরি কলাবতী শাড়ি যা দেশের সাড়া ফেলে দিয়েছে। যার ফলে দেশে এখন এই শাড়ি চাহিদা বেড়ে গেছে। এই কলাবতী শাড়ি প্রথম তৈরি পর প্রধানমন্ত্রী নিকট উপহার দেওয়া হয়েছে।
যার অবদান রয়েছে বান্দরবানের সাবেক জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। তাই এই কলাবতী শাড়ি আগামীতে দেশের বাইরে রপ্তানি করে আর্থিক সামাজিক উন্নয়নের ধারা বয়ে আনবে এটাই প্রত্যাশা।
মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) সকালে পৌর শহরে উজানী পাড়া এলাকায় বান্দরবান ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)কক্ষে কলাবতী শাড়ি তৈরীর প্রশিক্ষণ সভায় এসব কথা বলেন বক্তারা।
এসময় দেশের সর্বপ্রথম পার্বত্য অঞ্চলের বহু আলোচিত কলাতত্ত্ব থেকে তৈরি 'কলাবতী শাড়ি' আরো কার্যক্রম বাড়াতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিন দিনব্যাপী কলাতত্ত্ব থেকে শাড়ি তৈরী প্রশিক্ষণের অংশ নেন ষাট শতাধিক নারী। তাদের প্রশিক্ষন দিতে সিলেট মৌলভীবাজার থেকে আনা হয়েছে শাড়ি তৈরী কারীগর দত্ত্ব সিংহ ত্রিপুরাকে। যা প্রতিদিন দুটি সময়ে এই প্রশিক্ষণ চলবে। বক্তারা বলেন, কলাতত্ত্ব থেকে শাড়ি তৈরী প্রশিক্ষণ শুরু হয়েছে।
পার্বত্য এলাকার পাশাপাশি ৬৪টি জেলায় এই প্রশিক্ষণ করানো উদ্যেগ নেওয়া হয়েছে। যে প্রশিক্ষণের মাধ্যমে অনান্য জেলায় ছড়িয়ে যাবে। এছাড়াও তাই কলাগাছ যেন যথাযথ ভাবে ব্যবহার ও শিল্পের কাজে যথাযথভাবে ব্যবহার করা আহ্বান জানানো হয়।
উপস্থিত ছিলেন, ঢাকা বিসিকের ডেপুটি মো. নাজিম উদ্দিন, আছদুর জামান আল ফারুক, বিসিকের সমন্ধয় কর্মকর্তা আব্দুল কাদের ভূইয়া, শাড়ি তৈরী প্রশিক্ষক দত্ত্ব সিংহ, প্রেসক্লাবে সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক,প্রথম আলো সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যেতি চাকমাসহ আরো অনেকে।
পিকে/এসপি
বান্দরবানে কলা তত্ত্বে তৈরি
"কলাবতী শাড়ি" দেশে সাড়া ফেলে দিয়েছে
- আপলোড সময় : ১৯-০৯-২০২৩ ১০:৫৪:৩৮ অপরাহ্ন