স্বাস্থ্য সেবায় ২০২৩ সালে নোয়াখালী জেলার ৫০ শয্যা বিশিষ্ট চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করেছে।
সার্বক্ষণিক ডাক্তারদের উপস্থিতি ২৪ ঘন্টা জরুরী বিভাগে আউটস্ট্যান্ডিং সেবায়, সার্বক্ষণিক প্রসুতি মায়েদের নরমাল ডেলিভারি ও সিজারিয়ান অপারেশন, ইনডোরে কোয়ালিটি সম্পন্ন রাউন্ড আউটডোরে প্রতিদিন রেকর্ড সংখ্যক রোগী দেখা, ইপিআই ভ্যাক্সিনেশনে অভাবনীয় সাফল্য অর্জন করায় এটি জাতীয় পর্যায় ৩য় স্থান অর্জন করেছে।
এছাড়াও গত কয়েক বছর এ হাসপাতালটি স্বাস্থ্য সেবায় জাতীয় পর্যায়ে সেরা ১০ এ এবং নোয়াখালী জেলাতে ১ম স্থান অর্জন করেছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খন্দকার মোস্তাক জানান, তিনি তার সহকর্মীদের নিয়ে রোগীদের সেবায় নিরালস পরিশ্রম করায় এখানে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের ভাল চিকিৎসা করতে সক্ষম হয়েছি।
তাছাড়া ডাক্তারদের কাজেই হচ্ছে রোগীদের সেবা করা। হাসপাতালের সকলে আন্তরিক ভাবে চিকিৎসা সেবায় কাজ করায় এ হাসপাতালটি জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করতে সক্ষম হয়েছে।
পিকে/এসপি
স্বাস্থ্য সেবায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থানে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- আপলোড সময় : ১৯-০৯-২০২৩ ১২:৩২:৪৮ অপরাহ্ন