বর্তমান সরকার আমলে পাহাড়ে উন্নয়নের ধারা চলমান রয়েছে। আগামীতেও এই উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পৌর শহর এলাকায় প্রধান অতিথি থেকে বিভিন্ন প্রকল্পের নির্মাণে ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে তিনি এসব মন্তব্য করেন।
এসময় উন্নয়ন বোর্ডের অর্থায়নের, সাড়ে ৩৯ কোটি টাকার ব্যায়ে আর সিসি ড্রেইন নির্মাণ,৩৫ লক্ষ টাকার ব্যায়ে সিঁড়ি নির্মাণ, সাড়ে ১কোটি টাকার ব্যায়ে রাস্তার কার্পেটিং সড়ক ও ৫০ লক্ষ টাকার ব্যায়ে বৌদ্ধ বিহারের চেরাংঘরসহ মোট সাড়ে ৭কোটি টাকা ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী। উদ্বোধনী শেষে বান্দরবান উজানী পাড়া রাজগুরু বৌদ্ধ বিহার পরিদর্শন করেন পার্বত্য মন্ত্রী।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. আমজাদ হোসেন,পৌরসভা মেয়র শামসুল ইসলাম, উপজেলা সদর নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, তিতিম্যা, কাউন্সিলর মংমংসিং, রেড ক্রিসেন্ট সোসাইটি সভাপতি অমল কান্তি দাশসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিকে/এসপি
বর্তমান সরকার আমলে পাহাড়ে উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর
- আপলোড সময় : ১৫-০৯-২০২৩ ০২:২২:২৯ অপরাহ্ন