রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন দাউদকান্দিতে মোটরসাইকেল না পেয়ে ৯ম শ্রেনির শিক্ষার্থীর আত্মহত্যা ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ইসলামিক কনসার্ট দাউদকান্দিতে প্রকাশ্যে শিক্ষককে মারধর করলো বখাটে পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দাউদকান্দির পাঁচভিটা যুবসমাজের উদ্যোগে ইসলামী সংস্কৃতি ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কমিটিতে সেলিম রেজা সভাপতি, সিরাজুল ইসলাম সম্পাদক মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী হলেন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দাউদকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধণা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা গ্রেফতার দুই মাদক ব্যবসা ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ অন্যায়কারীদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি: ড. খন্দকার মোশাররফ হোসেন ইসলামী ব্যাংক দাউদকান্দি শাখার উদ্যোগে কম্বল বিতরণ মেলায় পাওয়া যাচ্ছে শেকড় সন্ধানী লেখক ও সাংবাদিক শরীফ প্রধানের ‘শিক্ষানবিশ সাংবাদিকতা’ বই দুর্নীতি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই: ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দিতে রিফাত হত্যাকান্ডের আসামী দিলবারকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন মেধার বিকাশ সংগঠনের উদ্যোগে বৃত্তি প্রদান জনগণ ভোটের অধিকার পায়নি: অধ্যাপক মুজিবুর রহমান

বান্দরবানে নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বান্দরবানে নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
বান্দরবানে ভুল তথ্য-মিথ্যা তথ্য, ছবি, ভিডিও এবং তথ্য যাচাই প্রক্রিয়া'সহ নানা বিষয় নিয়ে) দিনব্যাপী নলেজ শেয়ারিং সেশন অন ফ্যাক্ট চেকিং বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান শহরের ড-কিচেন রেস্টুরেন্ট মিলনায়তনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ইন্টারনিউজের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডি বাংলাদেশ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সেশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্য, সংবাদের ফ্যাক্ট চেকিং, সংবাদের সূত্র, নির্ভরযোগ্যতাসহ দায়িত্বশীলতা- এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনুষ্ঠিত সেশনে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযুদ্ধা এমএ হাকিম চৌধুরী।

এসময় ফ্যাক্ট চেকিংয়ের উদ্দেশ্য, ভুল তথ্য, কুতথ্য, অপতথ্য, প্রোপাগান্ডা, বিভিন্ন ফ্যাক্ট চেকিং টুলস্ পদ্ধতি বিষয়ক ধারণা তুলে ধরেন এনটিভির স্টাফ করেসপন্ডেট ও দৈনিক যুগান্তর, আজাদী পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি আলাউদ্দীন শাহরিয়ার।

সংবাদ মাধ্যমের নানা দিক নিয়ে আলোচনায় অংশগ্রহণ ও অভিজ্ঞতা শেয়ার করেন, জনকন্ঠের জেলা প্রতিনিধি আব্দুর রহিম, প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি সুফল চাকমা, বৈশাখী টিভির প্রতিনিধি মিঠুন দাশ, সময়ের আলোর প্রতিনিধি কি কি উ মারমা, জাগো নিউজের প্রতিনিধি নয়র চক্রবতী, নাগরিক টিভির প্রতিনিধি আকাশ মারমা

ভোরের দর্পনের প্রতিনিধি শহীদুল ইসলাম, প্রথম আলোর বান্দরবানের চিত্র গ্রাহক মং হাইসিং মারমা, দৈনিক গণজাগরণের প্রতিনিধি আবু বক্কর ও এখন টিভির জেলা প্রতিনিধি রিজভী রাহাত। এ সময় অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনা বলেন, ফ্যাক্ট চেকিং বাংলাদেশে সাংবাদিকতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব, ভুল তথ্যের প্রভাব পড়ছে মূলধারার গণমাধ্যমেও। ফ্যাক্ট চেকিং করে ভুল তথ্য ও গুজব প্রতিরোধ করা যাবে। তবে ফ্যাক্ট চেকিং কার্যক্রমকে ছড়িয়ে দিতে জেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এই কর্মশালায় আরো, সংবাদের সত্যতা যাচাইয়ের পটভূমি ও বাস্তবতা, তথ্যের প্রকার, নৈতিকতা, ফ্যাক্ট চেকিং টুলের প্রবর্তন, ভুয়া সংবাদ শনাক্তকরণ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ছবি এবং ভিডিও যাচাইকরণ প্রযুক্তি, গুগল এডভান্সড সার্চ এবং ভূ-অবস্থান যাচাই করার মতো জটিল বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

পিকে/এসপি
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন