রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৪ অগাস্ট ২০২৫ ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী? দাউদকান্দিতে নিরাপদ অভিবাসনে করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ জাতীয় স্বর্ণ পদক পাওয়ায় রহমত আলীকে সংবর্ধনা দিলো উপজেলা প্রশাসন ২৫ বছর ধরে মাছ উৎপাদন করে আসছি: স্বর্ণপদকে ভূষিত রহমত আলী দাউদকান্দির নবাগত ইউএনও নাছরিন আক্তারকে ধানসিঁড়ি সমাজকল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছা ডাকসু নির্বাচনে সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দাউদকান্দির হাসিব রানা জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের বিদ্যোৎসাহী সদস্য হলেন সাবেক ছাত্রনেতা নুরুজ্জামান ভবঘুরে লোকদের উচ্ছেদ করে নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে চাই: ডাকসু ভিপি প্রার্থী জাহিদ দাউদকান্দিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহনে জুলাই ভূমিকা শীর্ষক সেমিনার নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে দাউদকান্দিতে নারীদের বেকিং প্রশিক্ষণ বিএনপি করলে চাঁদাবাজি করা যাবে না: হেলাল খাঁন দাউদকান্দির দুর্গাপুর গ্রামে মাদকের বিরুদ্ধে সাঁঁতার প্রতিযোগিতা আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দাউদকান্দির সন্তান জাহিদ হাসান আসন্ন ডাকসু নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন দাউদকান্দির সন্তান সুফি আহমেদ এখানে নীল জলরাশির সাথে মেঘেরা আলিঙ্গন করে দাউদকান্দিতে গাছের চারা পেলো ৫০০ শিক্ষার্থী আসন পুর্নবহালের দাবীতে দাউদকান্দিতে খেলাফত মজলিসের মানববন্ধন যুবকরাই আমাদের শক্তি ও বিপ্লবের মহানায়ক: মনিরুজ্জামান বাহলুল নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হতে দেয়া যাবে না: ড. খন্দকার মোশাররফ আমাদের নেতা তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই: খন্দকার মারুফ

নানা আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস পালন করলো হাবিপ্রবি

নানা আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস পালন করলো হাবিপ্রবি
দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ঃ৩০ এ হাবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান।

পরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। উদ্বোধন পর্ব শেষে উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্ত্বর থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভিত্তিপ্রস্তর চত্ত্বরে এসে শেষ হয়।

এবারের আনন্দ র‍্যলিতে অংশগ্রহণকৃত শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার,ফেস্টুন,প্লেকার্ডের মাধ্যমে নিজ নিজ ফ্যাকাল্টি ও ডিপার্টমেন্টকে তুলে ধরে। এরপরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্ত্বরে বেলুন উড্ডয়ন ও শান্তির দূত পায়রা অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম কামরুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির ডীন, ডিপার্টমেন্টের চেয়ারম্যান, প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতিসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী,কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। এরপর শহীদ মিনারের সম্মুখে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

 উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, "১৯৯৯ সালের ১১ই সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

২৫ তম বছরে বিশ্ববিদ্যালয়ের এই পদার্পণে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি বিশ্ববিদ্যালয় গড়ার প্রকৌশলীদের। তাঁরাই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী যারা শিক্ষা, জ্ঞান এবং গবেষণায় ২৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে গেছে। আজকের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের যে গতিধারা অব্যাহত রয়েছে তার প্রতিফলন আমরা দেখতে পারবো বিশ্ববিদ্যালয়ের ৫০ তম বা ৭৫ তম পদার্পণে।"

 তিনি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানা আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সম্পৃক্ততায় মুগ্ধ হয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের দুই যুগের পথচলায় প্রথমবারের মতো স্মার্ট বাংলাদেশে স্মার্ট ক্রীড়া শৈলী প্রতিপাদ্যে 'রোলার স্কেটিং প্রদর্শনী'র আয়োজন করা হয়।

যেখানে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদের স্কেটিং এর মাধ্যমে স্মার্ট ক্রীড়া শৈলী প্রদর্শন করেন। অনুষ্ঠানটির আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ ও প্রধান গেট উন্মুক্ত স্থানে। রোলার স্কেটিং শেষে একই স্থানে ফ্লাশ মুভ অনুষ্ঠিত হয়।

'অগ্রযাত্রায় হাবিপ্রবি'র ২৫ বছরে পদার্পণ' শিরোনামে ফ্লাশ মুভটিতে অংশগ্রহণ করেন হাবিপ্রবির অর্ক সাংস্কৃতিক জোটের একদল শিক্ষার্থী। এসময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়।

উক্ত দোয়ায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সকল শিক্ষক-শিক্ষার্থীর জন্য সফলতা কামনা করা হয়। দোয়া করা হয় জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তেভাগা আন্দোলনের পথিকৃৎ হাজী মোহাম্মদ দানেশ ও তাদের পরিবারের জন্য।

পরবর্তীতে বিকেলে আবারও একাডেমিক ভবন-১ ও প্রধান গেট উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক নৃত্য গানে অগ্রজ-অনুজদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর টিএসসির সম্মুখস্থ মুক্তমঞ্চে হাবিপ্রবি বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের শিক্ষার্থীরা। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পিকে/এসপি
পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী?

পাঁচওয়াক্ত নামাজে কি পড়া হয় এবং অর্থ কী?