শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫ ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দির চক্রতলা গ্রামে জুস দিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ দাউদকান্দিতে জাতীয় নাগরিক কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ধান সিঁড়ি শ্রমজীবী সমবায় সমিতির পক্ষ থেকে দাউদকান্দি পৌরবাসীকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা যুবদলের পক্ষ থেকে দাউদকান্দি পৌরবাসীকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা “গনির দুর্ভিক্ষ” -একটি শিক্ষামূলক গল্প দাউদকান্দির চশই উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মাওলানা মোশারফ হোসেন দাউদকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন এম.এ সাত্তার পাঁচওয়াক্ত নামাজ পড়ায় হাসানপুর গ্রামের ৩৪ শিশুকে পুরস্কার দিলেন ছাত্র শিবির প্রিয় দাউদকান্দি পৌরবাসী ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও সালাম নিবেন: মোহাম্মদ আবু মুছা দাউদকান্দিতে বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের নগদ অর্থ প্রদান প্রিয় দাউদকান্দি পৌরবাসী ঈদ-উল ফিতর আপনাদের জীবনে বয়ে আনুক শান্তি ও কল্যান: এম.এ সাত্তার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মারুকা ইউনিয়নবাসীকে ঈদ- উল ফিতরের শুভেচ্ছা খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা শাখার কমিটি গঠন সাংবাদিক শরীফ প্রধান পাঠাগারের উদ্যোগে পবিত্র বাংলা কুরআন বিতরণ রাজনীতিবীদ, সাংবাদিক ও বিশিষ্টজনদের সন্মানে দাউদকান্দিতে খেলাফত মজলিসের ইফতার স্বেচ্ছাসেবী সংগঠন 'সৃজনের' পক্ষ থেকে দাউদকান্দি পৌরবাসীকে পবিত্র ঈদ- উল ফিতরের শুভেচ্ছা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাউদকান্দি পৌরবাসীকে ঈদ- উল ফিতরের শুভেচ্ছা জাসাসের পক্ষ থেকে তিতাস উপজেলাবাসীকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা: ইবরাহিম খলিল ইসরায়েলি হামলায় গাজার নতুন প্রধানমন্ত্রী নিহত

নানা আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস পালন করলো হাবিপ্রবি

নানা আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস পালন করলো হাবিপ্রবি
দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ঃ৩০ এ হাবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান।

পরে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। উদ্বোধন পর্ব শেষে উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্ত্বর থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভিত্তিপ্রস্তর চত্ত্বরে এসে শেষ হয়।

এবারের আনন্দ র‍্যলিতে অংশগ্রহণকৃত শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার,ফেস্টুন,প্লেকার্ডের মাধ্যমে নিজ নিজ ফ্যাকাল্টি ও ডিপার্টমেন্টকে তুলে ধরে। এরপরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্ত্বরে বেলুন উড্ডয়ন ও শান্তির দূত পায়রা অবমুক্ত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম কামরুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টির ডীন, ডিপার্টমেন্টের চেয়ারম্যান, প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতিসহ অন্যান্য শিক্ষকমণ্ডলী,কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। এরপর শহীদ মিনারের সম্মুখে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

 উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, "১৯৯৯ সালের ১১ই সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

২৫ তম বছরে বিশ্ববিদ্যালয়ের এই পদার্পণে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি বিশ্ববিদ্যালয় গড়ার প্রকৌশলীদের। তাঁরাই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী যারা শিক্ষা, জ্ঞান এবং গবেষণায় ২৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে নিয়ে গেছে। আজকের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের যে গতিধারা অব্যাহত রয়েছে তার প্রতিফলন আমরা দেখতে পারবো বিশ্ববিদ্যালয়ের ৫০ তম বা ৭৫ তম পদার্পণে।"

 তিনি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নানা আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সম্পৃক্ততায় মুগ্ধ হয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের দুই যুগের পথচলায় প্রথমবারের মতো স্মার্ট বাংলাদেশে স্মার্ট ক্রীড়া শৈলী প্রতিপাদ্যে 'রোলার স্কেটিং প্রদর্শনী'র আয়োজন করা হয়।

যেখানে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী তাদের স্কেটিং এর মাধ্যমে স্মার্ট ক্রীড়া শৈলী প্রদর্শন করেন। অনুষ্ঠানটির আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ ও প্রধান গেট উন্মুক্ত স্থানে। রোলার স্কেটিং শেষে একই স্থানে ফ্লাশ মুভ অনুষ্ঠিত হয়।

'অগ্রযাত্রায় হাবিপ্রবি'র ২৫ বছরে পদার্পণ' শিরোনামে ফ্লাশ মুভটিতে অংশগ্রহণ করেন হাবিপ্রবির অর্ক সাংস্কৃতিক জোটের একদল শিক্ষার্থী। এসময় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়।

উক্ত দোয়ায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সেই সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সকল শিক্ষক-শিক্ষার্থীর জন্য সফলতা কামনা করা হয়। দোয়া করা হয় জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তেভাগা আন্দোলনের পথিকৃৎ হাজী মোহাম্মদ দানেশ ও তাদের পরিবারের জন্য।

পরবর্তীতে বিকেলে আবারও একাডেমিক ভবন-১ ও প্রধান গেট উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক নৃত্য গানে অগ্রজ-অনুজদের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর টিএসসির সম্মুখস্থ মুক্তমঞ্চে হাবিপ্রবি বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের শিক্ষার্থীরা। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

পিকে/এসপি
দাউদকান্দির চক্রতলা গ্রামে জুস দিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

দাউদকান্দির চক্রতলা গ্রামে জুস দিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১