কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকিরবাজার স্কুল এন্ড কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
পরে মরহুমা খোদেজা বিবি ও মোহাম্মদ আলী শিক্ষাবৃত্তি প্রকল্প থেকে এইচ এস সি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (১০ জনকে) ফরম ফিলাপের অর্থ এবং প্রতিষ্ঠানের শিক্ষকদের চেয়ার বাবদ ২ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
(১৩ আগস্ট ২০২৩) রোববার বিকেলে অত্র কলেজের হল রুমে বিদায় ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব ছিলেন কলেজের অধ্যক্ষ পিজিউল আলম। প্রধান অতিথি ছিলেন স্কুল এন্ড কলেজ কমিটির সভাপতি আবু জাহেদ মোঃ শামসেদ।সঞ্চালনা করেন প্রভাষক মোঃ মনিরুল ইসলাম ও অফিস সহকারি মোঃ বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সুলতান মাহমুদ পলাশ। বক্তব্য রাখেন কমিটির অভিভাবক সদস্য জাকির হোসেন চৌধুরী, কলেজের সহকারি অধ্যাপক তাসলিমা বেগম,সহকারি অধ্যাপক আব্দুল খালেক ভূঁইয়া, প্রভাষক কাজী মোঃ গিয়াস উদ্দিন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম(মামু), প্রভাষক মনির হোসেন, প্রভাষক আতাউর রহমান, সহকারি শিক্ষক আব্দুল আউয়াল ভূঁইয়া।
মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মোঃ ইস্রাফিল সিদ্দিকী। উক্ত অনুষ্ঠানে কমিটির সকল সদস্য ও শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পরে মরহুমা খোদেজা বিবি ও মোহাম্মদ আলী শিক্ষাবৃত্তি প্রকল্প থেকে এইচ এস সি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ,১০ জনকে ফরম ফিলাপের অর্থ এবং প্রতিষ্ঠানের শিক্ষকদের চেয়ার বাবদ ২ লক্ষ টাকার চেক অধ্যক্ষ পিজিউল আলমের নিকট হস্তান্তর করেন পকল্পের চেয়ারম্যান সুলতান মাহমুদ পলাশ ও তার মেয়ে সামিয়া মাহমুদ রিথি।
পিকে/এসপি
বুড়িচংয়ে ফকিরবাজার স্কুল এন্ড কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- আপলোড সময় : ১৩-০৮-২০২৩ ০৮:৫২:৫৬ অপরাহ্ন