রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন দাউদকান্দিতে মোটরসাইকেল না পেয়ে ৯ম শ্রেনির শিক্ষার্থীর আত্মহত্যা ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ইসলামিক কনসার্ট দাউদকান্দিতে প্রকাশ্যে শিক্ষককে মারধর করলো বখাটে পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দাউদকান্দির পাঁচভিটা যুবসমাজের উদ্যোগে ইসলামী সংস্কৃতি ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কমিটিতে সেলিম রেজা সভাপতি, সিরাজুল ইসলাম সম্পাদক মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী হলেন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দাউদকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধণা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা গ্রেফতার দুই মাদক ব্যবসা ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ অন্যায়কারীদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি: ড. খন্দকার মোশাররফ হোসেন ইসলামী ব্যাংক দাউদকান্দি শাখার উদ্যোগে কম্বল বিতরণ মেলায় পাওয়া যাচ্ছে শেকড় সন্ধানী লেখক ও সাংবাদিক শরীফ প্রধানের ‘শিক্ষানবিশ সাংবাদিকতা’ বই দুর্নীতি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই: ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দিতে রিফাত হত্যাকান্ডের আসামী দিলবারকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন মেধার বিকাশ সংগঠনের উদ্যোগে বৃত্তি প্রদান জনগণ ভোটের অধিকার পায়নি: অধ্যাপক মুজিবুর রহমান
কুমিল্লার বুড়িচংয়ে মনিরুল

হত্যার ২০ বছর পর ৪ জনের মৃত্যুদণ্ডের রায়

হত্যার ২০ বছর পর ৪ জনের মৃত্যুদণ্ডের রায়
কুমিল্লা বুড়িচংয়ে জায়গাজমির বিরোধের জের ধরে মনিরুল ইসলাম নামের একজনকে হত্যার দায়ে চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। মঙ্গলবার (৮ আগস্ট) বিকেল ৩টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মালু মিয়ার ছেলে ইউছুফ মিয়া, আঃ মালেক এর ছেলে খোকন মিয়া, মৃত বন্দে আলীর ছেলে আঃ মালেক ও মৃত আঃ রাজ্জাক মিয়ার ছেলে মফিজুল ইসলাম।

মামলার বিবরণে জানাযায়- ২০০৩ সালের ৩১ আগস্ট বেলা সাড়ে ১০টায় ভিকটিম মনিরুল ইসলাম দুধ বিক্রি করার উদ্দেশ্যে পায়ে হেঁটে বুড়িচং বাজারে যাওয়ার পথে নজরুল ইসলামের বাড়ীর সামনে রাস্তার পৌঁছামাত্র আসামিরা ভিকটিম মনিরুল ইসলামকে রামদা দিয়ে পেটে ও পাজরে সজোরে কোপ মারিয়া রক্তাক্ত জখম করেন।

তৎপর কুমিল্লা সদর হসপিটালে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১২টার সময় মারা যায়। এ ব্যাপারে কুমিল্লা বুড়িচং উপজেলার জগতপুর গ্রামের মৃত মনিরুল ইসলাম এর স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে ইউসুফ মিয়া, খোকন মিয়া, আঃ মালেক, মফিজুল ইসলাম,

তাজুল ইসলাম, খোরশেদ আলম, চারু মিয়া, সিদ্দিকুর রহমান, আঃ রহিম, আনিছুর রহমান, আবুল কাশেম, সহিদ মিয়া, কানু মিয়া, জাকির মিয়া, মালু মিয়া, বাদশা মিয়া গংদের বিরুদ্ধে দণ্ড বিধির ১৪৩/৪৪৭/৩০২/৩২৪/৪২৭/৩৭৯/১১৪ ধারার বিধানমতে বুড়িচং থানায় একটি হত্যা মামলা রুজু করিলে

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবুল ফারুক, মোঃ নাছির উদ্দিন ও মোঃ বেলায়েত হোসেন মামলায় উল্লেখিত ঘটনার তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০০৪ সালের ২৯ জুন বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার অভিযোগপত্র নং-৫৫)।

তৎপর মামলাটি বিচারে আসিলে রাষ্ট্রপক্ষে মানীত ১৫জন সাক্ষীর মধ্যে ১৪জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি ইউসুফ মিয়া, খোকন মিয়া, আঃ মালেক ও মফিজুল ইসলাম এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি আঃ মালেক ও মফিজুল ইসলামকে দণ্ড বিধির ১৪৯/৩০২ ধারা এবং আসামি ইউসুফ ও খোকন মিয়াকে দণ্ড বিধির ৩০২ ধারায় দোষী সাবস্থ্য করে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে বিশ হাজার টাকা অর্থ দণ্ড এবং বাকীদের খালাস প্রদান করেন আদালত।

রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামিরা পলাতক ছিলেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করে এপিপি এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া বলেন, আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন। এরফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে আমি মনে করি।

পিকে/এসপি
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন