রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন দাউদকান্দিতে মোটরসাইকেল না পেয়ে ৯ম শ্রেনির শিক্ষার্থীর আত্মহত্যা ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ইসলামিক কনসার্ট দাউদকান্দিতে প্রকাশ্যে শিক্ষককে মারধর করলো বখাটে পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দাউদকান্দির পাঁচভিটা যুবসমাজের উদ্যোগে ইসলামী সংস্কৃতি ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কমিটিতে সেলিম রেজা সভাপতি, সিরাজুল ইসলাম সম্পাদক মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী হলেন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দাউদকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধণা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা গ্রেফতার দুই মাদক ব্যবসা ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ অন্যায়কারীদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি: ড. খন্দকার মোশাররফ হোসেন ইসলামী ব্যাংক দাউদকান্দি শাখার উদ্যোগে কম্বল বিতরণ মেলায় পাওয়া যাচ্ছে শেকড় সন্ধানী লেখক ও সাংবাদিক শরীফ প্রধানের ‘শিক্ষানবিশ সাংবাদিকতা’ বই দুর্নীতি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই: ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দিতে রিফাত হত্যাকান্ডের আসামী দিলবারকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন মেধার বিকাশ সংগঠনের উদ্যোগে বৃত্তি প্রদান জনগণ ভোটের অধিকার পায়নি: অধ্যাপক মুজিবুর রহমান

বৃক্ষ মেলায় দাউদকান্দিতে শ্রেষ্ঠ ছাদ বাগানের পুরস্কার পেলেন সাংবাদিক ওমর ফারুক মিয়াজী

বৃক্ষ মেলায় দাউদকান্দিতে শ্রেষ্ঠ ছাদ বাগানের পুরস্কার পেলেন সাংবাদিক ওমর ফারুক মিয়াজী
সবুজ বাংলাদেশ আর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাদ কৃষিকে উৎসাহিত করতে দাউদকান্দি উপজেলায় এবারই প্রথম ছাদ বাগানের তিন কৃষককে পুরস্কৃত করা হয়েছে। গ্রাম হবে শহর সরকারের এ উন্নয়নে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আত্যাধুনিক দালান নির্মান হচ্ছে।

সেখানে সবুজের সমারহ বিলিন হয়ে পরিবেশের ভারসাম্য হারাচ্ছে। এবারই বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে দেশ সেরা উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান ঘোষনা দিয়েছিলেন যে, এবার সবুজ বাংলাদেশ আর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারা ছাদে কৃষি বাগান যারা গড়ে তুললেছেন তাদের মধ্যে তিনজনকে পুরস্কৃত করবেন।

তাই ছাদ বাগান কৃষিকে গুরুত্ব দিয়ে এবারই প্রথম দালানের ওপর যারা বাগান করেছেন কৃষি অফিসের ৫সদস্যের টিম তাদের ছাদ বাগানে পরিদর্শন করে তিন জনকে বাছাই করেছেন। গতকাল সোমবার পাচদিন ব্যাপী বৃক্ষ মেলায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভুইয়া, এমপি।

তিনি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তাদেরকে একটি ক্রেষ্ট ও একটি বনসাই গাছের চারা দিয়ে পুরুস্কৃত করেন। পরিবেশ রক্ষায় ছাদ বাগানে ২১প্রকারের ফলফলাদি সবুজের সমারহ গড়ে তুলায়, কালের কন্ঠের সাংবাদিক ও কুমিল্লা টিভি সম্পাদক ওমর ফারুক মিয়াজীকে উপজেলার শ্রেষ্ঠ কৃষি ছাদ বাগানের পুরুস্কৃত করা হয়।

এ সময় তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আসলে শখের বাগান করেছি। গ্রামের সবুজের সমারহ আর সেই আবহাওয়া উপভোগ করতে বাগানে ২১ প্রকারে ফলফলাদির গাছ লাগিয়েছি। আর সবজি তেমন একটা কিনে খেতে হয় না। ধন্যবাদ উপজেলা প্রশাসন ও বৃক্ষ মেলার আয়োজন কমিটি কে আমাকে শ্রেষ্ঠ কৃষি ছাদ বাগানের পুরস্কৃত করায়।

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন বলেন, সবুজ বাংলাদেশ আর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রতিটা ছাদে কৃষি বাগান গড়ে তুললে হবে। তিনি আরও বলেন ভবিষ্যতে কৃষি ছাদ বাগানের মালিককে আরও উৎসাহিত করতে পারলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাউদকান্দি সার্কেল এএসপি এনায়েত কবির শোয়েব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব, সহকারী কমিশনার(ভূমি)মোঃ জিয়াউর রহমান,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঞা, গৌরীপুর তদন্ত কেন্দ্রে ইনচার্জ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান আসাদ ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান মিয়া সরকার প্রমূখ।

পিকে/এসপি
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন