মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো কেরাত প্রতিযোগিতা। আশুরা উপলক্ষে ২৯ জুলাই সন্ধ্যায় চাঁদপুর সদরের নানুপুর গ্রামের নানুপুর জামে মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্হানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতার সহযোগিতায় ছিল হজসামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান আল-ইসলাম ব্রাদার্স। বিচারকের দায়িত্ব পালন করেন নানুপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বকর সিদ্দিক।
উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ গাজী মুনছুর আজিজ, মসজিদের মুয়াজ্জিন মো. শামীম হোসাইন, স্হানীয় সাহাবুদ্দিন খান প্রমুখ। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্হান অধিকারী ছাড়াও অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার প্রদান করা হয়।
২০০১ সালে গাজী মুনছুর আজিজের উদ্যোগে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত। এর উদ্যোগে পাঠাগার পরিচালনা, বৃক্ষ রোপণ অভিযান, শিক্ষাবৃত্তি প্রদান, পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন, ইলিশ আড্ডা, ‘ঈদ উৎসব’ ছড়া ম্যাগাজিন প্রকাশসহ নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
পিকে/এসপি
মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০১-০৮-২০২৩ ১১:৪০:০৯ পূর্বাহ্ন