কুমিল্লায় সদ্য নিয়োগ প্রাপ্ত জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমানকে দাউদকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। জানা যায়, আজ সকালে জেলা প্রশাসক কুমিল্লায় তাঁর নতুন দায়িত্বভার গ্রহণ করার জন্য ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে দাউদকান্দি টোল প্লাজায় তাঁকে এই ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এসময় দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান নতুন জেলা প্রশাসক মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
তাঁদের এই শুভেচ্ছা ও অভ্যর্থনার জন্য নতুন জেলা প্রশাসক সকলকে ধন্যবাদ জানান। জানা যায়, নিয়োগ পাওয়া নতুন জেলা প্রশাসক মুশফিকুর রহমার তার নতুন কর্মস্থলের দায়িত্বভার বুঝে নিবেন বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) শামীম আলমের কাছ থেকে।
আর জেলা প্রশাসক শামীম আলমকে চট্টগ্রামের বিভাগীয় অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়নকৃত বদলি করা হয়েছে। পাবনা জেলার কৃতী সন্তান খন্দকার মুঃ মুশফিকুর রহমান দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) পদে কর্মরত থাকা অবস্থায় তিঁনি কুমিল্লার ডিসি হিসেবে পদায়নকৃত পোস্টিং পান।
ফুলেল শুভেচ্ছাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ শহিদুল্লাহ প্রধান, প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলার শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন রকিব ও সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমরান হোসেন প্রমুখ।
পিকে/এসপি
দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে
কুমিল্লার নতুন জেলা প্রশাসক মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা
- আপলোড সময় : ২৪-০৭-২০২৩ ১০:১৯:২৫ অপরাহ্ন