সন্তান জন্মদানের জন্য মায়ের ভূমিকা আমাদের সবারই জানা। কিন্তু বাবার ভূমিকা সবার আগে। একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের পাশাপাশি একজন বাবারও ব্যাপক পরিবর্তন আসে শর। চলুন জেনে নিই সেসব পরিবর্তন-
শিশুর জন্মের পর নারীদের ওজন বেড়ে যায় মা হওয়ার পর। তবে কখনো আমরা ভাবি না বাবা হওয়ার পর পুরুষের শরীরেও পরিবর্তন আসে। এটাও ঠিক যে একজন পুরুষ নারীদের মতো ৯ মাস ধরে তার পেটে সন্তানকে বড় করে না, তিনি সন্তান প্রসবও করেন না। তবে তারাও একই ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যান, যা বাইরে থেকে খালি চোখে দেখা যায় না।
‘এ ক্ষেত্রে বড় ধরনের দুটি পরিবর্তন ঘটে। যারা প্রথম সন্তানের বাবা হন তাদের শরীরে হরমোন ও মস্তিষ্কে কিছু পরিবর্তন ঘটে’, এমনটিই জানিয়েছেন বিশেষজ্ঞরা। সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে বাবারও সন্তানের জন্য তীব্র আকর্ষণ কাজ করে। একটি সন্তানের জন্য মায়ের ঠিক যে ধরনের অনুভূতির সৃষ্টি হয়, একজন বাবারও ঠিক সেই অনুভূতি কাজ করে।
হরমোনের পরিবর্তন: বাবা হওয়ার পর পুরুষদের হরমোনের পরিবর্তন হয়। বিশেষজ্ঞরা জানান, বাবা হওয়ার পর পুরুষদের ইস্ট্রোজেন, অক্সিটোসিন, প্রোল্যাকটিন এবং গ্লুকোকোর্টিকয়েড হরমোন বেড়ে যায়। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী এলিজাবেথ গোল্ড এবং তার সহকর্মীরা গবেষণা পর্যালোচনা করে এ কথা জানিয়েছেন। তারা জানান, অক্সিটোসিনের মাত্রা বেশি থাকায় এ সময় বাবারা তাদের সন্তানের প্রতি বেশি ভালোবাসা দেখায়।
নতুন নিউরন তৈরি: বিশেষজ্ঞদের মতে, বাবা হওয়ার পর নানা কারণে পুরুষের নিউরন স্তর প্রভাবিত হয়। শিশুর জন্মের পর বাবার মস্তিষ্কে নতুন নিউরন তৈরি হতে পারে। এটি একটি নতুন পরিবর্তন যা সন্তান তার বাবার জীবনে নিয়ে আসে। বাবা হওয়ার পর মস্তিষ্কের স্মৃতি ও নেভিগেশনের সঙ্গে জড়িত হিপ্পোক্যাম্পাসে কোষের পরিমাণ বৃদ্ধি পায়।
সংবেদনশীলতা: বাবা তার সন্তানের কণ্ঠের ব্যাপারে খুবই সংবেদনশীল। ২৭ জন বাবাকে নিয়ে একটি গবেষণা করা হয়। গবেষণায় প্রত্যেক শিশু ও তাদের বাবাকে আলাদা জায়গায় রাখা হয়। এরপর বাবাদের শিশুর কান্নার শব্দ শনাক্ত করতে বলা হয়।
নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানা যায়, বাবা হওয়ার পর পুরুষের শরীরেও পরিবর্তন আসে। তবে তা টের পান না অনেকেই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পুরুষের শরীরে এ পরিবর্তনের পেছনে দায়ী হলো বিশেষ কিছু হরমোনের মাত্রার পরিবর্তন।
বিশেষ করে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা নাকি অনেকটাই কমে যায় বাবা হওয়ার পর। এই হরমোন পুরুষের যৌন লক্ষণগুলোকে স্পষ্ট করে।
পিকে/এসপি
বাবা হওয়ার পর পুরুষের শরীরে যেসব পরিবর্তন আসে!
- আপলোড সময় : ১৯-০৭-২০২৩ ১০:১৫:২১ পূর্বাহ্ন