বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ সাফল্যের ধারাবাহিকতায় ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ | প্রধান খবর তাহিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পূজামণ্ডপ পরিদর্শনে তাহিরপুর উপজেলা ছাত্রদল দাউদকান্দিতে জামায়াতে ইসলামীর উদ্যােগে ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত অনুপ্রবেশের দায়ে কুমিল্লার বুড়িচং সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় অনুষ্ঠিত ধোঁকাবাজদের বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না: পীরসাহেব চরমোনাই দাউদকান্দিতে মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় কুমিল্লা উত্তর জেলা জাসাস'র দোয়া মোনাজাত আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে স্মাট আরর্লি লার্নিং অনুষ্ঠানের উদ্বোধন দিনে সাংগঠনিক কাজ আর রাতে জায়নামাজে চোখের পানি ফেলতে হবে: শিবির সভাপতি জামায়াতে ইসলামী দাউদকান্দি পৌর শাখার সুধী সমাবেশ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনায় কুমিল্লায় সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুবফোরাম'র কমিটিতে আনন্দ-সভাপতি, মেহেদী- সম্পাদক আশুলিয়ায় আরও অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র থাকলেই শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবে সপ্তাহে ৭দিন "রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরায়েল! | প্রধান খবর দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন উত্তরজেলা যুবদলনেতা সেলিম খান

টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার অ্যাশেজে চোখ কামিন্সের

টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার অ্যাশেজে চোখ কামিন্সের
লন্ডন, ১২ জুন ২০২৩ (বাসস/এএফপি) : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর আসন্ন অ্যাশেজ সিরিজে চোখ অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের। ২০ বছর ধরে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচাতে চান কামিন্স। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে উঠেই শিরোপা জয় করে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ২০৯ রানের বড় ব্যবধানে হারায় তারা। প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের মালিক এখন অস্ট্রেলিয়া। এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ শুরুর আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জয় বাড়তি অনুপ্রেরণা জোগাবে অস্ট্রেলিয়াকে।

স্টিভ ওয়াহর নেতৃত্বে ২০০১ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজে সিরিজ জিতেছিলো অসিরা। তাই স্টিভ ওয়াহর পর প্রথম অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসেবে ইংলিশদের কন্ডিশনে সিরিজ জয়ের নজির গড়তে চান কামিন্স।

কামিন্স বলেন, ‘আমরা স্বীকার করি বা না করি এটা সত্যি যে, অ্যাশেজ সিরিজ ভিন্ন ভিন্ন যুগ ও দলে চরিত্র ফুটিয়ে তোলে। ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জিততে পারা খুবই কঠিন। প্রায় ২০ বছর হয়ে গেছে, এবারও সহজ হবে না। যদি আমরা জিততে পারি, তাহলে বিষয়টি ইতিহাস সৃষ্টি হবে।’

শিরোপা জিতেই দ্বিতীয় বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতি টানলো অস্ট্রেলিয়া। এই চক্রে ২০ ম্যাচের মধ্যে ১২টিতে জিতেছে, পাঁচটিতে ড্র এবং তিনটিতে হেরেছে অসিরা। অ্যাশেজের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় উপভোগ করতে চান কামিন্স।

তিনি আরও বলেন, ‘আমি জানি আমাদের সামনে একটি বড় সিরিজ অপেক্ষা করছে কিন্তু আমরা কিছুদিন পর সে বিষয়ে চিন্তা করবো। আপনি ক্যারিয়ারে এমন অল্প কিছু সময়ই পাবেন যখন কিছুক্ষণ বসে নিজের বিশেষ অর্জনকে নিয়ে সন্তুষ্ট হতে পারেন এবং এটি সেরকমই একটি সময়।’

শক্তিশালী পেস অ্যাটাক নিয়েই অ্যাশেজের প্রথম টেস্ট খেলতে লন্ডন থেকে বার্মিংহাম যাবে অস্ট্রেলিয়া। জশ হ্যাজেলউডের পরিবর্তে ফাইনাল খেলার সুযোগ পাওয়া দুর্দান্ত পারফরমেন্স করেছেন স্কট বোল্যান্ড। ক্যারিয়ারের ৮ টেস্টে ১৪ দশমিক ৫৭ গড়ে ৩৩ উইকেট নিয়ে অ্যাশেজের আগে দুর্দান্ত বোলিংয়ের বার্তা দিয়েছেন তিনি।

ফাইনালের দ্বিতীয় ইনিংসে একই ওভারে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজাকে আউট করে শেষদিন ভারতের হারের পথ নিশ্চিত করেন এই পেসার। বোল্যান্ডের প্রশংসা করে কামিন্স বলেন, ‘স্কটি দারুন করেছে, সে এখন আমার প্রিয় খেলোয়াড়।

সে প্রতিনিয়ত উন্নতি করছে। তাই না? ম্যাচে সে আমাদের সেরা বোলার ছিল। সে ধারাবাহিকতা ধরে রেখেছিলো, খুব বেশি রান করতে না পারলেও, ভালো বোলিংয়ের কারনে এক ওভারে দু’টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছে সে। অবশ্যই, অ্যাশেজে বড় ভূমিকা রাখবে স্কটি।’

পিকে/এসপি
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ  বিতরণ

বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ