সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন হচ্ছে: ভিসি ১৬ বছরপর উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত হলো দাউদকান্দি জামায়াতের কর্মী সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় সাদেকপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা মানবিক মালীগাঁও ইউনিয়নের আয়োজনে নিহতদের স্মরণে দোয়ার অনুষ্ঠান দাউদকান্দি উপজেলা জামায়াতের কমিটি গঠন বাহলুল-আমীর, মনিরুজ্জামান-সেক্রেটারী বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে নবীনগরে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন দিল্লি বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: মাসুদ সাঈদী ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে দাউদকান্দিতে বহুমুখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন দাউদকান্দি উপজেলা ও পৌরসভার নবনির্বাচিত আমীরদ্বয়ের শপথ অনুষ্ঠান উপলক্ষে রুকন সম্মেলন দোয়া কবুলের উত্তম সময় জুমার দিন | প্রধান খবর সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজ ও রাষ্ট্র পরিবর্তন হবে: সাংবাদিকনেতা মোশারফ দ্যা অ্যাকাউন্ট্যান্টস ক্লাবের এজিএম অনুষ্ঠিত নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সাকিব আল হাসানের সকল ব্যাংক হিসাব জব্দ রংপুরে জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন | প্রধান খবর সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির কমিটিতে সভাপতি ইকবাল-সম্পাদক সাব্বির | প্রধান খবর প্রতিরোধের মুখে ইরানে হামলার সমাপ্তি ঘোষণা ইসরায়েলের আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত | প্রধান খবর বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ

কুমিল্লা ইয়াং লইয়ার্স এসোসিয়েশন ২১ ব্যাচের কমিটি গঠন সভাপতি রাসেল রাফি ও সম্পাদক কামাল

কুমিল্লা ইয়াং লইয়ার্স এসোসিয়েশন ২১ ব্যাচের কমিটি গঠন সভাপতি রাসেল রাফি ও সম্পাদক কামাল
কুমিল্লা ইয়াং লইয়ার্স এসোসিয়েশন (২১ ব্যাচ) এর কমিটির গঠন করা হয়েছে। এডভোকেট মো: রাসেল আহমেদ রাফি সভাপতি ও মোহাম্মদ কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

কমিটি অনুমোদনের জন্য নির্দেশ প্রদান করেন, এডভোকেট মোহাম্মাদ ইউনূস ভূইয়া ( আহ্বায়ক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা ), এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন ( সদস্য সচিব, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা ), সুপারিশ করেন, এ. এম. এম. মঈন ( সভাপতি, কুমিল্লা ইয়াং লইয়ার্স এসোসিয়েশন) ও এডভোকেট শাহজালাল ( সাধারণ সম্পাদক, কুমিল্লা ইয়ং লইয়ার্স এসোসিয়েশন)।

সুপারিশক্রমে কমিটি অনুমোদন করেন এডভোকেট জিয়াউল হাসান চৌধুরী সোহাগ ( প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, কুমিল্লা ইয়াং লইয়ার্স এসোসিয়েশন )।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি: মোহাম্মদ সালাউদ্দিন ভূইয়া মোমেন ( কোতয়ালী ), মোহাম্মদ সেলিম সরকার ( হোমনা ), মো: মহিউদ্দিন ( চান্দিনা ), মোহাম্মদ আবু হানিফ ( ব্রাহ্মনপাড়া ), আকতার হোসেন ( বরুড়া )

মোহাম্মদ মাসুদ রানা প্র: মাসুদ আহমেদ ( সদর দক্ষিণ ), স্বপন কুমার সরকার ( বরুড়া ), মো: রিয়াদ ওবায়েদ উল্লাহ ( কোতয়ালী ), মো: ইউসুফ আলী মজুমদার ( নাঙ্গলকোট ), সাদ ইবনে আশিক ( কোতয়ালী )।

রাসেল মোল্লা ( মুরাদনগর ), মো: নূরে আলম ( মুরাদনগর ) , রাহাদ আলম খান ( কোতয়ালী ), মো: মেহেদী হাসান ( কোতয়ালী ), মো: হোসেন আসিফ ( সদর দক্ষিণ ), মো: আলমগীর হোসাইন ( চৌদ্দগ্রাম), আবির হাসান সোহেল ( মেঘনা )।

সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান অন্তর ( লালমাই ), কামরুল ইসলাম ( বরুড়া ), সাদিয়া ইসলাম ( কোতয়ালী ), আরিফুল ইসলাম শ্রাবণ ( দেবিদ্বার ), মহিন উদ্দিন ( নাঙ্গলকোট ), শফিকুল ইসলাম লিয়ন ( তিতাস ), প্রেমানন্দ গোস্বামী ( নাঙ্গলকোট )।

দপ্তর সম্পাদক:ম আশিষ কুমার ভৌমিক ( সদর দক্ষিণ ), সহ—দপ্তর সম্পাদক  মো: সজীব আহমেদ ( কোতয়ালী ) ,আইন বিষয়ক সম্পাদক মো: রবিউল হক বাপ্পি ফরায়েজী ( চৌদ্দগ্রাম ), সহ—আইন বিষয়ক সম্পাদক মাহবুব খান লাবিব ( কোতয়ালী )।

মানবাধিকার বিষয়ক সম্পাদক ফারজানা সুলতানা ( কোতয়ালী ), সহ—মানবাধিকার বিষয়ক সম্পাদক আসমা বেগম ( মুরাদনগর ) প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: আশরাফুল ইসলাম নাহিদ ( কোতয়ালী ), সহ—প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: সুমন আহম্মেদ ( বুড়িচং )।

সেমিনার বিষয়ক সম্পাদক মো: সাঈদ আহমেদ ( মুরাদনগর ), সহ—সেমিনার বিষয়ক সম্পাদক আ: রহিম সুমন ( বুড়িচং ), ধর্ম বিষয়ক সম্পাদক শাহ এমরান (বরুড়া ), সহ—ধর্ম বিষয়ক সম্পাদ বলরাম চক্রবর্তী অপু (মনোহরগঞ্জ )।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারুফ উর রহমান ( মনোহরগঞ্জ ), সহ—সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার সুপ্তি ( কোতয়ালী ) ,ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান ( লালমাই ), সহ—ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন ( চান্দিনা )।

সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: আলী হোসেন ( কোতয়ালী ), সহ— সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: এডভোকেট এনামুল হক ( মুরাদনগর ) ,অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ( সদর দক্ষিণ ), সহ— অর্থ বিষয়ক সম্পাদক মো: জুয়েল হোসেন ( কোতয়ালী )।

মহিলা বিষয়ক সম্পাদক আইরিন সুলতানা ( লাকসাম ), সহ—মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার ( কোতয়ালী ) ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহজিমুল বাশার ( মুরাদনগর ), সহ—স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার ( কোতয়ালী ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: রুবেল মিয়া ( মুরাদনগর ), সহ—তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরুল হাসান রাহাত ( বুড়িচং )।

সদস্যরা হলেন,  গাজী বোরহান উদ্দিন ভূইয়া ( দাউদকান্দি ), মো: আবুল কাশেম ( সদর দক্ষিণ ), তাহসিনুল ইসলাম ( কোতয়ালী ), সোহেল আহম্মেদ ( বুড়িচং ), মোহন কৃষ্ণ পাল (দেবিদ্বার ), লাভলী আক্তার ( বাঙ্গরা বাজার ), নির্মল গোস্বামী ( কোতয়ালী ), মো: ইব্রাহীম হোসেন ( হোমনা ), মাজেদ আল মাহমুদ ( বরুড়া ),  ফাহমিদা ইসলাম ( কোতয়ালী ), জেসমিন সুলতানা ( কোতয়ালী ), রাকিবুল ইসলাম ( কোতয়ালী ) ও ফেরদৌসী আক্তার ( লাকসাম )।

পিকে/এসপি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন হচ্ছে: ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন হচ্ছে: ভিসি