বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ সাফল্যের ধারাবাহিকতায় ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ | প্রধান খবর তাহিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পূজামণ্ডপ পরিদর্শনে তাহিরপুর উপজেলা ছাত্রদল দাউদকান্দিতে জামায়াতে ইসলামীর উদ্যােগে ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত অনুপ্রবেশের দায়ে কুমিল্লার বুড়িচং সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় অনুষ্ঠিত ধোঁকাবাজদের বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না: পীরসাহেব চরমোনাই দাউদকান্দিতে মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় কুমিল্লা উত্তর জেলা জাসাস'র দোয়া মোনাজাত আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে স্মাট আরর্লি লার্নিং অনুষ্ঠানের উদ্বোধন দিনে সাংগঠনিক কাজ আর রাতে জায়নামাজে চোখের পানি ফেলতে হবে: শিবির সভাপতি জামায়াতে ইসলামী দাউদকান্দি পৌর শাখার সুধী সমাবেশ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনায় কুমিল্লায় সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুবফোরাম'র কমিটিতে আনন্দ-সভাপতি, মেহেদী- সম্পাদক আশুলিয়ায় আরও অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র থাকলেই শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবে সপ্তাহে ৭দিন "রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরায়েল! | প্রধান খবর দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন উত্তরজেলা যুবদলনেতা সেলিম খান

কুমিল্লা ইয়াং লইয়ার্স এসোসিয়েশন ২১ ব্যাচের কমিটি গঠন সভাপতি রাসেল রাফি ও সম্পাদক কামাল

কুমিল্লা ইয়াং লইয়ার্স এসোসিয়েশন ২১ ব্যাচের কমিটি গঠন সভাপতি রাসেল রাফি ও সম্পাদক কামাল
কুমিল্লা ইয়াং লইয়ার্স এসোসিয়েশন (২১ ব্যাচ) এর কমিটির গঠন করা হয়েছে। এডভোকেট মো: রাসেল আহমেদ রাফি সভাপতি ও মোহাম্মদ কামাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

কমিটি অনুমোদনের জন্য নির্দেশ প্রদান করেন, এডভোকেট মোহাম্মাদ ইউনূস ভূইয়া ( আহ্বায়ক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা ), এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন ( সদস্য সচিব, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা ), সুপারিশ করেন, এ. এম. এম. মঈন ( সভাপতি, কুমিল্লা ইয়াং লইয়ার্স এসোসিয়েশন) ও এডভোকেট শাহজালাল ( সাধারণ সম্পাদক, কুমিল্লা ইয়ং লইয়ার্স এসোসিয়েশন)।

সুপারিশক্রমে কমিটি অনুমোদন করেন এডভোকেট জিয়াউল হাসান চৌধুরী সোহাগ ( প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, কুমিল্লা ইয়াং লইয়ার্স এসোসিয়েশন )।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি: মোহাম্মদ সালাউদ্দিন ভূইয়া মোমেন ( কোতয়ালী ), মোহাম্মদ সেলিম সরকার ( হোমনা ), মো: মহিউদ্দিন ( চান্দিনা ), মোহাম্মদ আবু হানিফ ( ব্রাহ্মনপাড়া ), আকতার হোসেন ( বরুড়া )

মোহাম্মদ মাসুদ রানা প্র: মাসুদ আহমেদ ( সদর দক্ষিণ ), স্বপন কুমার সরকার ( বরুড়া ), মো: রিয়াদ ওবায়েদ উল্লাহ ( কোতয়ালী ), মো: ইউসুফ আলী মজুমদার ( নাঙ্গলকোট ), সাদ ইবনে আশিক ( কোতয়ালী )।

রাসেল মোল্লা ( মুরাদনগর ), মো: নূরে আলম ( মুরাদনগর ) , রাহাদ আলম খান ( কোতয়ালী ), মো: মেহেদী হাসান ( কোতয়ালী ), মো: হোসেন আসিফ ( সদর দক্ষিণ ), মো: আলমগীর হোসাইন ( চৌদ্দগ্রাম), আবির হাসান সোহেল ( মেঘনা )।

সাংগঠনিক সম্পাদক মো: মিজানুর রহমান অন্তর ( লালমাই ), কামরুল ইসলাম ( বরুড়া ), সাদিয়া ইসলাম ( কোতয়ালী ), আরিফুল ইসলাম শ্রাবণ ( দেবিদ্বার ), মহিন উদ্দিন ( নাঙ্গলকোট ), শফিকুল ইসলাম লিয়ন ( তিতাস ), প্রেমানন্দ গোস্বামী ( নাঙ্গলকোট )।

দপ্তর সম্পাদক:ম আশিষ কুমার ভৌমিক ( সদর দক্ষিণ ), সহ—দপ্তর সম্পাদক  মো: সজীব আহমেদ ( কোতয়ালী ) ,আইন বিষয়ক সম্পাদক মো: রবিউল হক বাপ্পি ফরায়েজী ( চৌদ্দগ্রাম ), সহ—আইন বিষয়ক সম্পাদক মাহবুব খান লাবিব ( কোতয়ালী )।

মানবাধিকার বিষয়ক সম্পাদক ফারজানা সুলতানা ( কোতয়ালী ), সহ—মানবাধিকার বিষয়ক সম্পাদক আসমা বেগম ( মুরাদনগর ) প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: আশরাফুল ইসলাম নাহিদ ( কোতয়ালী ), সহ—প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: সুমন আহম্মেদ ( বুড়িচং )।

সেমিনার বিষয়ক সম্পাদক মো: সাঈদ আহমেদ ( মুরাদনগর ), সহ—সেমিনার বিষয়ক সম্পাদক আ: রহিম সুমন ( বুড়িচং ), ধর্ম বিষয়ক সম্পাদক শাহ এমরান (বরুড়া ), সহ—ধর্ম বিষয়ক সম্পাদ বলরাম চক্রবর্তী অপু (মনোহরগঞ্জ )।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারুফ উর রহমান ( মনোহরগঞ্জ ), সহ—সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার সুপ্তি ( কোতয়ালী ) ,ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান ( লালমাই ), সহ—ক্রীড়া বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন ( চান্দিনা )।

সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: আলী হোসেন ( কোতয়ালী ), সহ— সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: এডভোকেট এনামুল হক ( মুরাদনগর ) ,অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ( সদর দক্ষিণ ), সহ— অর্থ বিষয়ক সম্পাদক মো: জুয়েল হোসেন ( কোতয়ালী )।

মহিলা বিষয়ক সম্পাদক আইরিন সুলতানা ( লাকসাম ), সহ—মহিলা বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার ( কোতয়ালী ) ,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাহজিমুল বাশার ( মুরাদনগর ), সহ—স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাসরিন আক্তার ( কোতয়ালী ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: রুবেল মিয়া ( মুরাদনগর ), সহ—তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরুল হাসান রাহাত ( বুড়িচং )।

সদস্যরা হলেন,  গাজী বোরহান উদ্দিন ভূইয়া ( দাউদকান্দি ), মো: আবুল কাশেম ( সদর দক্ষিণ ), তাহসিনুল ইসলাম ( কোতয়ালী ), সোহেল আহম্মেদ ( বুড়িচং ), মোহন কৃষ্ণ পাল (দেবিদ্বার ), লাভলী আক্তার ( বাঙ্গরা বাজার ), নির্মল গোস্বামী ( কোতয়ালী ), মো: ইব্রাহীম হোসেন ( হোমনা ), মাজেদ আল মাহমুদ ( বরুড়া ),  ফাহমিদা ইসলাম ( কোতয়ালী ), জেসমিন সুলতানা ( কোতয়ালী ), রাকিবুল ইসলাম ( কোতয়ালী ) ও ফেরদৌসী আক্তার ( লাকসাম )।

পিকে/এসপি
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ  বিতরণ

বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ