সুনামগঞ্জের তাহিরপুরে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মে) দুপুরে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা এফআইভিডিবি'র দিশারি প্রকল্পের শ্রীপুর উত্তর ইউনিয়নের ইউনিয়ন মবিলাইজার এনামুল হক এর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম।
টেকদা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর অর্থায়নে এবং আন্তর্জাতিক সংস্থা "পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল" এর নেতৃত্বে এ প্রকল্পটির কার্যক্রম পরিচালনা করে আসছে এফআইভিডিবি। প্রসঙ্গত, উপজেলা সদর, বালিজুরী, শ্রীপুর উত্তর ও বড়দল দক্ষিণ ইউনিয়নজুড়ে এর কার্যক্রম চলছে।
এছাড়া তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং জনতা উচ্চ বিদ্যালয়েও উন্নত স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন স্থিতিস্থাপকতায় নারী-কিশোরীদের নেতৃত্বের অগ্রগতি বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।
উল্লেখ্য, এফআইভিডিবি'র দিশারি প্রকল্পে উপজেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এর কার্যক্রম শুরু করেছে যা চলমান থাকবে ২০২৫ সাল পর্যন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান, এফআইভিডিবি দিশারি প্রকল্পের কর্মকর্তা (ইউএম) শামীম আহমেদ প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ছাত্র পরিষদ গঠন করা হয় গঠিত ছাত্র পরিষদের দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশনও অনুষ্ঠিত হয় এরই মধ্যে। সেশনে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ নিয়ে শিক্ষার্থীদের সাথে বিশদ আলোচনা করেন ইউএম এনামুল হক।
তিনি বলেন, কিশোর-কিশোরীরা হলো পরিবর্তনের মূল এজেন্ট যারা সঠিকভাবে পরিচালিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এরই ধারাবাহিকতায় বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণী থেকে পাঁচজন করে ২০ জন শিক্ষার্থীর সমন্বয়ে একটি ছাত্র পরিষদ গঠিত হয়।
এই ছাত্র পরিষদ প্রতিমাসে তাদের সক্ষমতা উন্নয়ন সেশনে অংশগ্রহণ করবে এবং অনুরূপ সেশন তাদের স্ব স্ব শ্রেণীকক্ষে পরিচালনা করার পাশাপাশি ভবিষ্যতে বিদ্যালয়ের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও পরিকল্পনা মাফিক কার্যক্রম পরিচালনা করবে।
পিকে/এসপি
তাহিরপুরে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ" বিষয়ক অধিবেশন অনুষ্ঠিত
- আপলোড সময় : ২৯-০৫-২০২৩ ০৫:৩৫:০০ অপরাহ্ন