কুমিল্লা আইডিয়াল কলেজে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে । ফুলে ফলের এই দেশ, ষড় ঋতুর বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা আইডিয়াল কলেজে ফল উৎসব আয়োজন করা হয়েছে।
বুধবার বিকাল সাড়ে চারটায় উৎসবের আলোচনা সভা কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোটারী সাবেক গভর্নর শিক্ষানুরাগী দিলনাশিঁ মোহসেন।
বিশেষ অতিথি কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি শাহ্ মো. আলমগীর খান, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজ এর সাবেক অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সুবরাতি শাহজাদি মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক এম ওয়াহেদ, আইটি প্যালেসের প্রধান নির্বাহী নজরুল আমিন, কুমিল্লা সিনিয়র ফায়ার স্টেশন অফিসার বজলুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মর্ডান হাই স্কুলের সিনিয়র শিক্ষক ড. জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক মো. আবু তাহের, পুলিশ লাইন হাই স্কুলের সহকারী শিক্ষক সাইফুল আলম, মো. কবির আহম্মেদ, এনামুল হক, আসাদুর রহমানসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পিকে/এসপি