শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
শনিবার ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন দাউদকান্দিতে মোটরসাইকেল না পেয়ে ৯ম শ্রেনির শিক্ষার্থীর আত্মহত্যা ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ইসলামিক কনসার্ট দাউদকান্দিতে প্রকাশ্যে শিক্ষককে মারধর করলো বখাটে পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দাউদকান্দির পাঁচভিটা যুবসমাজের উদ্যোগে ইসলামী সংস্কৃতি ও ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির কমিটিতে সেলিম রেজা সভাপতি, সিরাজুল ইসলাম সম্পাদক মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী হলেন শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দাউদকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধণা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাউদকান্দিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা গ্রেফতার দুই মাদক ব্যবসা ছিনতাই ও ডাকাতির প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ অন্যায়কারীদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি: ড. খন্দকার মোশাররফ হোসেন ইসলামী ব্যাংক দাউদকান্দি শাখার উদ্যোগে কম্বল বিতরণ মেলায় পাওয়া যাচ্ছে শেকড় সন্ধানী লেখক ও সাংবাদিক শরীফ প্রধানের ‘শিক্ষানবিশ সাংবাদিকতা’ বই দুর্নীতি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রধান অন্তরায় জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই: ড. খন্দকার মোশাররফ হোসেন দাউদকান্দিতে রিফাত হত্যাকান্ডের আসামী দিলবারকে গ্রেফতার করেছে পুলিশ দাউদকান্দিতে অবৈধ গ্যাস লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন মেধার বিকাশ সংগঠনের উদ্যোগে বৃত্তি প্রদান জনগণ ভোটের অধিকার পায়নি: অধ্যাপক মুজিবুর রহমান

মুক্তিযোদ্ধাপুত্র কাজলের বাঁচার আকুতি

মুক্তিযোদ্ধাপুত্র কাজলের বাঁচার আকুতি
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রীর কাছে বেঁচে থাকার আকুতি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধাপুত্র কাজল মিয়া (৩০)। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কামালপুর গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ মিয়ার ছেলে তিনি।

সেদিনের টগবগে তরুণ কয়েকদিনের ব্যবধানে আজ মৃত্যুপথযাত্রী এমন খবর এলাকায় চাউর হলে মঙ্গলবার (২৩ মে) সকালে সরজমিনে যান এ প্রতিবেদক। সাংবাদিক পরিচয় জেনে হাউমাউ করে কেঁদে কেঁদে কাজল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।

আমি অর্থের অভাবে চিকিৎসা করতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। চার সন্তানকে নিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন বলেও জানান তিনি। কাজলের কান্নায় প্রতিবেশীরা জড়ো হলে এক আবেগঘন পরিস্থিতি তৈরি হয়।

জানা গেছে, লিভার, ডায়বেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী ৭১-এর রণাঙ্গনের এই বীর সেনানীপুত্র। সন্তানদের মায়ায় সাধ্যনুযায়ী জেলা শহর, সিলেট-ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা করিয়েছেন তাঁর অসহায় স্ত্রী। দিনমজুরি করে স্বামীর সংগ্রহীত অর্থ ব্যয় করে এখন চিকিৎসা দূরের কথা, ঘরে চুলা জ্বলে না প্রায়।

চিকিৎসকদের বরাত দিয়ে কাজল জানিয়েছেন, রাজধানীর উন্নত যে কোন হাসপাতালে চিকিৎসা গ্রহণে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। যেখানে তার অভাবের সংসারে চুলা জ্বলে না সেখানে চিকিৎসার খরচ মেঠাবে কিভাবে এমন প্রশ্ন কাজলের। চার সন্তানের জনক বীর মুক্তিযোদ্ধাপুত্র কাজলের সংসার চলতো দিনমজুরি করে।

প্রায় ৬ মাস আগে হঠাৎ অসুস্থতা অনুভব করলে জেলা শহরের হাসপাতালে চিকিৎসা নেয়ার পর অবস্থার অবনতি হলে পরবর্তীতে সিলেট- ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসা নেন কাজল। ততক্ষণে অর্থের উৎস শূন্যের কোঠায়। এরপর ধেকে শয্যাশায়ী হওয়ায় চিকিৎসা তো দূরের কথা খেয়ে না খেয়ে দিন যায় রণাঙ্গনের বীর সেনানীপু্ত্রের পরিবারে।

প্রয়োজনে 01779-231704 নাম্বরে যোগাযোগ করা যাবে কাজলের সাথে। উল্লেখ্য, কাজলের ৫ ভাই এক বোন থাকলেও সবাই সংসারমুখী হয়ে পৃথক জীবনযাপন করছেন। অপরদিকে বৃদ্ধা মা-সবার সাথে বসবাস করে যাচ্ছেন। ফলে পিতার নামে সরকারের দেয়া বীর মুক্তিযোদ্ধা ভাতা সমবন্টনে চলে যায়।

এ প্রসঙ্গে জানতে চাইলে তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা পরিবারে সরকার সব সুবিধা দিয়ে যাচ্ছেন। তারপরেও সহায়তা কামনা করলে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ফিরিয়ে দেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বীর মুক্তিযোদ্ধাদের সকল ধরণের সুযোগ-সুবিধা প্রদান করেছেন। তারপরেও যদি সহায়তার প্রয়োজন হয় তাহলে আবেদন পেলে সরকারিভাবে সহায়তার চেষ্টা করা হবে।

পিকে/এসপি
দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দাউদকান্দিতে বহুমূখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন