সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন হচ্ছে: ভিসি ১৬ বছরপর উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত হলো দাউদকান্দি জামায়াতের কর্মী সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় সাদেকপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা মানবিক মালীগাঁও ইউনিয়নের আয়োজনে নিহতদের স্মরণে দোয়ার অনুষ্ঠান দাউদকান্দি উপজেলা জামায়াতের কমিটি গঠন বাহলুল-আমীর, মনিরুজ্জামান-সেক্রেটারী বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে নবীনগরে ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন দিল্লি বসে শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: মাসুদ সাঈদী ইসরায়েলের ৫ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে দাউদকান্দিতে বহুমুখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন দাউদকান্দি উপজেলা ও পৌরসভার নবনির্বাচিত আমীরদ্বয়ের শপথ অনুষ্ঠান উপলক্ষে রুকন সম্মেলন দোয়া কবুলের উত্তম সময় জুমার দিন | প্রধান খবর সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সমাজ ও রাষ্ট্র পরিবর্তন হবে: সাংবাদিকনেতা মোশারফ দ্যা অ্যাকাউন্ট্যান্টস ক্লাবের এজিএম অনুষ্ঠিত নৈয়াইর সায়েন্স স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সাকিব আল হাসানের সকল ব্যাংক হিসাব জব্দ রংপুরে জামায়াতের হিন্দু শাখার কমিটি গঠন | প্রধান খবর সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির কমিটিতে সভাপতি ইকবাল-সম্পাদক সাব্বির | প্রধান খবর প্রতিরোধের মুখে ইরানে হামলার সমাপ্তি ঘোষণা ইসরায়েলের আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত | প্রধান খবর বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ইউপি

মেম্বার এসোসিয়েশন'র কমিটি গঠন সভাপতি বাবুল, সম্পাদক নাসরুম

মেম্বার এসোসিয়েশন'র কমিটি গঠন সভাপতি বাবুল, সম্পাদক নাসরুম
ঐক্যের মেলবন্ধনে আবদ্ধ হয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তৃণমূলের জনপ্রতিনিধিরা। ইতিবাচক পরিকল্পনা নিয়ে গঠিত উপজেলার ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের পুর্নাঙ্গ কমিটি গঠন হওয়ায় সময়ের ব্যবধানে পিছিয়েপড়া তাহিরপুর একটি আধুনিকায়ন উপজেলায় পরিণত হবে এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের।

জানা গেছে, কমিটিতে বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া সভাপতি এবং তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাসরুম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৭ মে) দুপুরে উপজেলা সদরে অবস্থিত বঙ্গবন্ধু কনফারেন্স হল রুমে ইউপি সদস্যদের আয়োজিত মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল কালাম,, দ্বীন ইসলাম, মিয়া হোসেন, জুয়েল আহমদ, নওয়াজ আলী, আলী নেওয়াজ ও শরবুলা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয় রায়, সফিকুল ইসলাম, মুফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সামায়ুন কবির।

মোফাজ্জল হোসেন আকসান, জামাল উদ্দিন, রুপন মিয়া, কোষাধ্যক্ষ পদে দেলোয়ার হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সমাজসেবা বিষয়ক সম্পাদক খলিল মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পারুল বেগম, শুক্লা তালুকদার নির্বাচিত হয়েছেন।

ঐক্যের কোন বিকল্প নেই জানিয়ে নবগঠিত কমিটির সহ-সভাপতি শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বর্তমান সদস্য আবুল কালাম বলেন, উপজেলার সকল ইউপি সদস্যগণ মিলে একটি ভাতৃত্বপূর্ণ পরিবেশে কাজ করে যাওয়াই কমিটি গঠনের মূল লক্ষে।

কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার বলেন, কমিটিতে কে কোন পদ পেয়েছেন এটা বড় কথা নয়, উপজেলার ৭টি ইউনিয়নের সদস্যগণের সর্বসম্মতিক্রমে একটি কমিটি গঠন করা হয়েছে এটা বড় বিষয়।

ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনগণের সেবক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই জনপ্রতিনিধি। ইউপি সদস্যদের অধিকার আদায়ে সচেষ্ট থাকার কথা জানিয়ে কমিটির নবনির্বাচিত সভাপতি বাবুল মিয়া বলেন, আমরা হলাম জনগণের সেবক।

সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে করে থাকি আমরা। নতুন-পুরাতন সদস্যগণ মিলে চেয়ারম্যানদের নির্দেশনায় জনতার সেবক হিসেবে কাজ করে যাচ্ছি বিজয়ী হওয়ার পর থেকে। উল্লেখ্য, দেড়যুগ পর উপজেলায় বিজীত ইউপি সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এ কমিটির আবির্ভাব হয়েছে।

এর আগে ২০০৪ সালে ইউপি সদস্য বাচ্চু মিয়া'কে সভাপতি ও রঞ্জু মোখার্জী'কে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়েছিল।

পিকে/এসপি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন হচ্ছে: ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস পরিবর্তন হচ্ছে: ভিসি