বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ সাফল্যের ধারাবাহিকতায় ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ | প্রধান খবর তাহিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পূজামণ্ডপ পরিদর্শনে তাহিরপুর উপজেলা ছাত্রদল দাউদকান্দিতে জামায়াতে ইসলামীর উদ্যােগে ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত অনুপ্রবেশের দায়ে কুমিল্লার বুড়িচং সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় অনুষ্ঠিত ধোঁকাবাজদের বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না: পীরসাহেব চরমোনাই দাউদকান্দিতে মাদরাসা অধ্যক্ষের অপসারণের দাবীতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় কুমিল্লা উত্তর জেলা জাসাস'র দোয়া মোনাজাত আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজে স্মাট আরর্লি লার্নিং অনুষ্ঠানের উদ্বোধন দিনে সাংগঠনিক কাজ আর রাতে জায়নামাজে চোখের পানি ফেলতে হবে: শিবির সভাপতি জামায়াতে ইসলামী দাউদকান্দি পৌর শাখার সুধী সমাবেশ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনায় কুমিল্লায় সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুবফোরাম'র কমিটিতে আনন্দ-সভাপতি, মেহেদী- সম্পাদক আশুলিয়ায় আরও অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ ঘোষণা ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র থাকলেই শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবে সপ্তাহে ৭দিন "রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করেছিল ইসরায়েল! | প্রধান খবর দলের জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন উত্তরজেলা যুবদলনেতা সেলিম খান
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ইউপি

মেম্বার এসোসিয়েশন'র কমিটি গঠন সভাপতি বাবুল, সম্পাদক নাসরুম

মেম্বার এসোসিয়েশন'র কমিটি গঠন সভাপতি বাবুল, সম্পাদক নাসরুম
ঐক্যের মেলবন্ধনে আবদ্ধ হয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তৃণমূলের জনপ্রতিনিধিরা। ইতিবাচক পরিকল্পনা নিয়ে গঠিত উপজেলার ইউনিয়ন পরিষদ মেম্বার এসোসিয়েশনের পুর্নাঙ্গ কমিটি গঠন হওয়ায় সময়ের ব্যবধানে পিছিয়েপড়া তাহিরপুর একটি আধুনিকায়ন উপজেলায় পরিণত হবে এমন প্রত্যাশা সর্বস্তরের মানুষের।

জানা গেছে, কমিটিতে বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া সভাপতি এবং তাহিরপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাসরুম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৭ মে) দুপুরে উপজেলা সদরে অবস্থিত বঙ্গবন্ধু কনফারেন্স হল রুমে ইউপি সদস্যদের আয়োজিত মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল কালাম,, দ্বীন ইসলাম, মিয়া হোসেন, জুয়েল আহমদ, নওয়াজ আলী, আলী নেওয়াজ ও শরবুলা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয় রায়, সফিকুল ইসলাম, মুফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সামায়ুন কবির।

মোফাজ্জল হোসেন আকসান, জামাল উদ্দিন, রুপন মিয়া, কোষাধ্যক্ষ পদে দেলোয়ার হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সমাজসেবা বিষয়ক সম্পাদক খলিল মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পারুল বেগম, শুক্লা তালুকদার নির্বাচিত হয়েছেন।

ঐক্যের কোন বিকল্প নেই জানিয়ে নবগঠিত কমিটির সহ-সভাপতি শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান বর্তমান সদস্য আবুল কালাম বলেন, উপজেলার সকল ইউপি সদস্যগণ মিলে একটি ভাতৃত্বপূর্ণ পরিবেশে কাজ করে যাওয়াই কমিটি গঠনের মূল লক্ষে।

কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার বলেন, কমিটিতে কে কোন পদ পেয়েছেন এটা বড় কথা নয়, উপজেলার ৭টি ইউনিয়নের সদস্যগণের সর্বসম্মতিক্রমে একটি কমিটি গঠন করা হয়েছে এটা বড় বিষয়।

ভাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনগণের সেবক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই জনপ্রতিনিধি। ইউপি সদস্যদের অধিকার আদায়ে সচেষ্ট থাকার কথা জানিয়ে কমিটির নবনির্বাচিত সভাপতি বাবুল মিয়া বলেন, আমরা হলাম জনগণের সেবক।

সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে করে থাকি আমরা। নতুন-পুরাতন সদস্যগণ মিলে চেয়ারম্যানদের নির্দেশনায় জনতার সেবক হিসেবে কাজ করে যাচ্ছি বিজয়ী হওয়ার পর থেকে। উল্লেখ্য, দেড়যুগ পর উপজেলায় বিজীত ইউপি সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় এ কমিটির আবির্ভাব হয়েছে।

এর আগে ২০০৪ সালে ইউপি সদস্য বাচ্চু মিয়া'কে সভাপতি ও রঞ্জু মোখার্জী'কে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়েছিল।

পিকে/এসপি
বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ  বিতরণ

বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ